শনিবার যে পিচে ভারতের ব্যাটারেরা ১১৬ রান তাড়া করতে ল্যাজেগোবরে হয়েছিল, রবিবার সেখানেই ২৩৪ রানের বিশাল পাহাড় গড়ে তাঁরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচেই শতরান হাঁকান অভিষেক শর্মা। ৭৭ করেন রুতুরাজ গায়কোয়াড়। ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। এর পর ভারতীয় বোলারদের দাপট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের ব্যাটারেরা বুঝতেই পারলেন না, কী ভাবে রান তাড়া করবেন। ১০০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।
আরও পড়ুন: ওডিআই এবং টেস্টে রোহিতই অধিনায়ক, WTC ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ঘোষণায় বোঝালেন জয় শাহ
৩০ রান বেশি হয়েছে
আর পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে বাজে ভাবে হারের পর জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা দাবি করেছেন যে, বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই খেলেছে। তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের মতোই খেলবে। এদিনের ম্যাচে ক্যাচ ড্রপ করাটা অবশ্যই আজ আমাদের ক্ষতি করেছে। আমি এই উইকেটে ২০০ আশা করেছিলাম, কিন্তু ওরা ৩০ রান বেশি করেছে। রান তাড়া করতে নেমে আমি ভেবেছিলাম, লড়াই হবে, কিন্তু তা হয়নি।’
আরও পড়ুন: ধোনির জন্মদিনের সেলিব্রেশনের কেক খেতে মাঝরাতে হাজির সলমন খান, ভিডিয়ো কলে শুভেচ্ছা জানালেন রুতুরাজ
টপ-অর্ডার ব্যর্থ
তিনি আরও যোগ করেন, ‘টপ-অর্ডার ঠিক করে জ্বলে উঠতে পারেনি। এটা একটা টাস্ক, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলে আসছি। এই ম্যাচে আমরা ইতিবাচক মানসিকতাই রেখেছিলাম। এবং আমাদের শট খেলার চেষ্টা করেছিলাম। তবে অনভিজ্ঞতার কারণে অনেক সমস্যা হয়েছে।’
ম্যাচের সারসংক্ষেপ
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন দিল। অভিষেক শর্মা ৪৭ বলে ১০০ রান করেন। এছাড়া রুতুরাজ গায়কোয়াড় ৪৭ বলে ৭৭ রান করেন, ২২ বলে ৪৮ করেন রিঙ্কু সিং। নির্দিষ্ট ২০ ওভারে ২ উইকেটে ২৩৪ রান করে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের হয়ে ব্লেসিং মুজারবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা একটি করে উইকেট নেন।
২৩৫ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন তাদের ওপেনার ওয়েসলি মাধেভেরে, যিনি ৩৯ বলে ৩টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন। অলরাউন্ডার লুক জংওয়ে তাঁর ইনিংসে চারটি বাউন্ডারি সহ ২৬ বলে ৩৩ রান করেন। মেন ইন ব্লু-এর হয়ে ডানহাতি সিমার আবেশ খান এবং মুকেশ কুমার তিনটি করে উইকেট তুলে নেন। দু'টি উইকেট নেন রবি বিষ্ণোই এবং এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।