শুভব্রত মুখার্জি:- শ্রীলঙ্কা দলের প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলশান। দলের হয়ে ওপেনও করতেন তিনি। বেশ মারকুটে স্বভাবের ব্যাটার ছিলেন তিনি। 'দিলস্কুপের' মতন অভিনব শটকেও জনপ্রিয় করেছিলেন তিনি। পেসারকে বসে পড়ে মাথার উপর দিয়ে স্কুপ করে সোজা বলকে বাউন্ডারিতে অনায়াসে পাঠাতেন তিনি। দেশের হয়ে তিনি জিতেছেন টি-২০ বিশ্বকাপ। উঠেছিলেন ওডিআই বিশ্বকাপের ফাইনালেও। তবে ২০১১ সালের সেই ফাইনালে মুম্বইতে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সেই তিলকরত্নে দিলশান এবার নিলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব।
অস্ট্রেলিয়ার এমপি অর্থাৎ সাংসদ জেসন উড বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। নিজের এক্স হ্যান্ডেলে উড লিখেছেন, ‘একজন নতুন অজি (অস্ট্রেলিয়ান) হিসেবে এবং স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা আশা করব ও (দিলশান) স্থানীয় একটা দলে যোগদান করবে। তাদের হয়ে খেলবে। নিজের প্রতিভাকে আমাদের গোটা কমিউনিটির সঙ্গে ও শেয়ার করবে আশা করা যায়। আমাদের কমিউনিটির উন্নতি ঘটাবে ও এটাই আশা করা যায়।’
শ্রীলঙ্কার এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৬ সালে। জাতীয় দলের হয়ে ৪৯৭টি ম্যাচ খেলেছেন তিনি সব ফর্ম্যাট মিলিয়ে। তাঁর অফ স্পিন বোলিংও যথেষ্ট উপযোগী ছিল। দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি জিতিয়েছেন তাঁর বোলিংয়ের মধ্যে দিয়ে।
প্রসঙ্গত ১৯৯৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। অস্ট্রেলিয়ার এমপি জেসন উড তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেছেন, এই সিটিজেনশিপ (নাগরিকত্ব প্রদানের) সেরেমনি(অনুষ্ঠান) স্পেশাল হয়ে উঠেছিল প্রাক্তন শ্রীলঙ্কার ক্রিকেটার এবং অধিনায়ক তিলকরত্নে দিলশানের উপস্থিতিতে। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের নজিরও রয়েছে দিলশানের, যেখানে ৫০০'র উপর রান করেছিলেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছিলেন তিনি।
পাশাপাশি ২০১৪ সালে যে শ্রীলঙ্কান দল আইসিসির টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এটা শুনে আরও ভালো লাগছে যে ওঁর মেয়ে রেসান্ডি বাবার দেখানো পথ অনুসরণ করছে। সেও একজন ক্রিকেটার হয়ে ওঠার লড়াই চালাচ্ছে।