আর কয়েকদিন পরই শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বহুকাঙ্খিত এই বর্ডার গাভাসকর সিরিজ খেলতে কদিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে বিরাট কোহলিরা। এই টেস্ট সিরিজই কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে বিরাট কোহলি, রোহিত শর্মার কাছে। কারণ এখানে যদি খারাপ পারফরমেন্স হয় তাহলে টেস্ট থেকে হয়ত অকালেই বিদায়ে জানাতে হতে পারে দুই তারকাকে।
অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন রিকি-
ভারতীয় ক্রিকেট দলের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পক্ষেই ভোট দিচ্ছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। গত দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দল টেস্ট সিরিজ জিতে আসলেও, পন্টিংয়ের মতো এবারের পরিস্থিতি অন্যান্যবারের তুলনায় অনেক আলাদা। তাই এবার ৩-১ ফলে সিরিজ জিততে পারে অজিরাই, আগাম অনুমান পন্টিংয়ের।
শামির না থাকায় ভারতের ক্ষতি-
পন্টিং সরাসরি বলছেন নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল যে ধাক্কা খেয়েছে, তা সামলে উঠতে কিছুটা সময় লাগবে। তাই পাঁচ ম্যাচের সিরিজে একটা টেস্টে ভারতীয় দলকে জিততে দেখছেন অজি কিংবদন্তি। তবে বাকি ম্যাচগুলোয় অজিরাই দাপট দেখিয়ে এবারের বর্ডার গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখবে বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে শামির না থাকাও ভারতের জন্য বড় ক্ষতি, মন রিকির।
৩-১ সিরিজ জিতবে অস্ট্রেলিয়া-
রিকি পন্টিং বলছেন, ‘এখন অস্ট্রেলিয়া দল আগের থেকে অনেকটা গোছানো। ফলে আমি মনে করি ৩-১ ফলেই সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। তবে একটা ম্যাচে হয়ত কখনও ভারতীয় দল জিততে পারে। তবে শামির অভাব টের পাবে ভারত। কারণ ওকে ছাড়া অস্ট্রেলিয়ার ২০ উইকেট তোলা বেশ কঠিন কাজ। কারণ ও ভারতীয় বোলিংয়ে অনেকটা বড় অবদান রেখেছে শেষ কয়েক বছরে। তবে ভারতীয় ব্যাটাররা হয়ত এখানে রান পাবে’।
আরও পড়ুন-হঠাৎই অবসরের সিদ্ধান্ত ঋদ্ধিমান সাহার! শেষ হবে এক যুগের! কবে শেষ ম্যাচ? জেনে নিন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল শামি-
প্রসঙ্গত গতবছর ওডিআই বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে খেলেননি মহম্মদ শামি। তিনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বাউন্সি আর ফাস্ট বোলিং সহায়ক পিচে শামির বোলিং যথেষ্টই প্রয়োজন লাগত রোহিতের। তবে চোটের কারণে তাঁকে দলে না রেখেই বর্ডার গাভাসকর সিরিজের স্কোয়াড ঘোষণা করে নির্বাচকরা। তবে তৃতীয় টেস্টে হেরে যাওয়ায় এখন আগরকরের নির্বাচক কমিটিও বেশ চাপের মধ্যেই রয়েছে। হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণাদের নিয়ে যাওয়া হলেও তারা যে কেই শামির আশে পাশে থাকবেন না অভিজ্ঞতায়, তাও বলা যায়।