ভারতীয় ক্রিকেট দলের বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর সিরিজ শুরু হচ্ছে আগামী কয়েকদিন পরই। ২২ নভেম্বর থেকে পার্থ-এ শুরু প্রথম টেস্ট। ভারতীয় এ দলের যা পারফরমেন্স দেখা গেছে অস্ট্রেলিয়ার মাটিতে, তাতে গৌতম গম্ভীরের সিনিয়র দলও বেশ চিন্তায়। কারণ এমনিতেই অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার ভারতীয় দলে কম রয়েছে। তারপরও সম্প্রতি সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কাও খেয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
ভারতীয় এ দলের পতন রক্ষা করেন জুরেল-
সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে যখন জবুথবু অবস্থা ভারতীয় ব্যাটিং অর্ডারের। লোকেশ রাহুল থেকে রুতুরাজ গায়েকওয়াড়, সকলেই ফুল ফ্লপ। তখনই ভারতের সম্মানরক্ষা করতে এগিয়ে এসেছিলেন ধ্রুব জুরেল। সিমিত সংখ্যায় তিনি সুযোগ পেয়েছে টেস্টে। তবে তিনি যে লালবলে সুযোগ পাওয়ার যোগ্য, সেটাই বুঝিয়ে দেন।
দলে অভিজ্ঞ ব্যাটারের সংখ্যা কম-
প্রথম টেস্টে নেই রোহিত শর্মা, দলে নেই রাহানে, পুজারা। ফলে অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলি এবং ঋষভ পন্তেরই অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো পারফরমেন্সের নজির রয়েছে। শুভমন গিল বা লোকেশ রাহুল এর আগে বর্ডার গাভাসকর সিরিজে খেললেও, তুলনায় বেশি অভিজ্ঞ এবং পরীক্ষিত ঋষভ পন্তরা। ফলে চিন্তা থেকেই যাচ্ছে টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
মেলববোর্নে দুই ইনিংসে অর্ধশতরান-
ভারতীয় দলকে অবশ্য ভরসা দিচ্ছে মেলবোর্নে বেসরকারি টেস্টে ধ্রুব জুরেলের পারফরমেন্স। তিনি যেভাবে ভারতীয় এ দলের পতন রক্ষা করে ওরকম ফাস্ট আর বাউন্সি পিচেও দুই ইনিংসে অর্ধশতরান করেছিলেন, তা নজরে এসেছে সকলেরই। সেই দেখেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন বলছেন, বর্ডার গাভাসকর সিরিজে জুরেলকে তিনি খেলতে না দেখলে, তিনি অবাকই হবেন। প্রসঙ্গত ঋষভ পন্ত, লোকেশ রাহুলরা থাকায়, টেস্টে তেমন সুযোগ পাননা ধ্রুব জুরেল।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
না খেললে আমি অবাকই হব-
টিম পেইন বলছেন, ‘ভারতীয় দলে একজন ক্রিকেটার রয়েছে, যার টেস্টে গড় ৬৩। খেলেছে তিনটে মতো ম্যাচে। উইকেটকিপিও করেছে। আমি ওর খেলা যেটুকু দেখেছি ভারতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোয়, তাতে একটা কথা বলতে পারি। ও যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না খেলে টেস্টে,তাহলে আমি অবাকই হব। কারও ও একটা দুর্দান্ত ৮০ রানের মতো ইনিংস খেলেছে, যেটা আমি চোখের সামনে থেকে দেখেছি ’।
টেস্টের জন্যই তৈরি জুরেল-
পেইন আরও বলছেন, ‘যদি ওর বয়সের দিকে নজর দেওয়া যায় তাহলে সেটা মাত্র ২৩। কিন্তু পারফরমেন্সের দিকে যদি নজর রাখি, তাহলে বুঝতে পারব ও দলের বাকি সিনিয়র ক্রিকেটারদের তুলনায় অনেক ভালোই পারফরমেন্স করেছে। সত্যি কথা বলতে কি, মেলবোর্নের উইকেটে পেস আর বাউন্সকে যথেষ্ট ভালো ভাবে ও ট্যাকেল করেছে। যেটা ভারতীয় ব্যাটারের কাছে খুব একটা সহজ বিষয় নয়। ওর দিকে নজর রাখো, ও অস্ট্রেলিয়ান ফ্যানদেরও নজর কাড়বে। ওর মধ্যে টেস্ট ক্রিকেটের মশলা রয়েছে’।