শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটে একটা সময় ছিল যখন পেস বোলিং বিভাগে বেশ দুর্বল ছিল ভারতীয় দল একথা বলাই যায়। এরপর ধীরে ধীরে সময় বদলেছে। ভারতেও পেস বোলিংয়ের হাল ধীরে ধীরে ফিরতে থাকে। পরবর্তীতে আইপিএলের হাত ধরে ভারতীয় দলে এই মুহূর্তে কোয়ালিটি পেসারদের কোন অভাব নেই বলা যেতেই পারে। শক্তি বেড়েছে রিজার্ভ বেঞ্চেরও। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। নতুন বল হোক বা পুরনো বল,যে কোন বল হাতেই তিনি কামাল দেখাতে পারেন। তাঁর হাতে থাকা অস্ত্রগুলোর মধ্যে সবথেকে ভয়ানক অস্ত্রটি হল তাঁর নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা। আর তাঁর এই গুণের এবার ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন তারকা অজি পেসার ব্রেট লি। তাঁর মতে বুমরাহ যেমন নিখুঁতভাবে ইয়র্কার করতে পারেন সেই ক্ষমতা বিশ্বের আর কোন বোলারের এই মুহূর্তে নেই।
আরও পড়ুন-সাদা সিধে ছেলের পেটে এত কিছু...খেতে বসে গম্ভীরকে গার্লফ্রেন্ডের কথা বলেছিলেন কেন নারিন?
টি-২০ বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় পেসারকে নিয়ে বলতে গিয়ে ব্রেট লি বলেছেন, ‘বুমরাহ ছাড়া বিশ্বে আর কোনও পেসারকেই দেখছি না ইয়র্কার নিখুঁত করে করতে পারেছে। আমি চাই পেসাররা আরও বেশি ইয়র্কার দিক। স্লগ ওভারে কাউকেই দেখি না ইয়র্কার করতে। এটা খুব দুর্ভাগ্যের। এই ইয়র্কারে যেমন একদিকে রান আটকানো সম্ভব ,তেমন উইকেট নেওয়াও সম্ভব। তাই আমি বুঝতে পারি না কি কারণে এখনকার পেসাররা ইয়র্কার বলটা সেইভাবে ব্যবহার করে না!'
আরও পড়ুন-ভিডিয়ো-বিশ্বকাপের ম্যাচে নামার আগে নার্ভাস ছিলেন কোহলি… কোন ম্যাচের কথা বললেন বিরাট!
ব্রেট লি আরও বলছেন,'সবেমাত্র শেষ হয়েছে আইপিএলের ১৭তম সংস্করণ। এই বারের টুর্নামেন্টে মূলত ব্যাটারদের দাপটই দেখা গিয়েছে প্রতি ম্যাচে। এক ইনিংসে প্রায় নিয়মিত ২০০'র বেশি রান উঠেছে। এই ১৭টি সংস্করণ যদি দেখি আমরা দেখি তাহলে দেখব ইয়র্কারের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্রাইকরেট ১০০'র ও কম। ফলে এটাই প্রমাণ হয়, ইয়র্কারে সিঙ্গেলস এবং ডাবলই বেশি হয়। বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারাটা খুব কঠিন। এখন যদিও এমন ব্যাটার বিশ্ব ক্রিকেটে রয়েছে যারা স্কুপ শট কিংবা স্টেপ আউট করে বোলারেদর উপর দিয়েও শট মারতে পারেন।মানে ইয়র্কার বলকে ফুলটস বা লোয়ার ফুলটসে পরিণত করতে পারেন বা লেন্থ বলে পরিণত করতে পারেন। তাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইয়র্কারের কোন বিকল্প নেই। আর এই অস্ত্রটি এই মুহূর্তে বুমরাহর চেয়ে ভালো কেউ ব্যবহার করতে পারে না বিশ্ব ক্রিকেটে।'
Indian Cricket Team-কোচ সাবধানে বাছা উচিত....হঠাৎ পোস্ট সৌরভের, নিশানা নিয়ে তুঙ্গে জল্পনা
সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দল খুব একটা ভালো খেলতে পারেনি। তারা গ্রুপ তালিকায় একেবারে শেষে শেষ করেছে। নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ক্রিকেটের তিন বিভাগেই কার্যত ব্যর্থ হয়েছে।তবে এর মধ্যেও আশার আলো ছিল বুমরাহর পারফরম্যান্স। তিনি একমাত্র মুম্বই বোলার যিনি এই মরশুমে পার্পেল ক্যাপেরও দৌড়ে ছিলেন। এমন আবহে ব্রেট লি মনে করেন বুমরাহর এই ইয়র্কার করার অসাধারণ ক্ষমতা ভারতকে আসন্ন বিশ্বকাপেও সহায়তা করবে। তাঁর মতে এখন ক্রিকেটে ইয়র্কারের পরিমাণ বাড়লেও সেটা সঠিক করতে না পারলে , অর্থাৎ সঠিক লেন্থে না করতে পারলে রান আটকানো সম্ভব নয়।