অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারত এ দল। কিছুদিন পর প্রধান দলও বর্ডার-গাভাসকর সিরিজ খেলার জন্য সেখানে পৌঁছে যাবে। মূল টেস্ট সিরিজ শুরু হওয়ার পর এবং দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় একটি দিন-রাতের ক্রিকেট ম্যাচ খেলা হবে। যেখানে মুখোমুখি হবে ভারত এ এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। এদিন সেই দলের কোচদের নাম ঘোষণা করা হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন অজি ক্রিকেটার টিম পেইনকে। তিনি এর আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কও ছিলেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন এরিন ওসবোর্ন এবং জাস্টিন ম্যাকনালি।
এই ওয়ার্ম আপ ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর, শেষ হবে ১ ডিসেম্বর। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে ভারতের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতের কাছে এইরকম ওয়ার্মআপ ম্যাচগুলি বিশেষ ভূমিকা পালন করতে চলেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর এখন অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য রোহিতদের। তবে শুধু সিরিজ জিতলেই হবে না, ৪-০ ব্যবধানে জিততে হবে। নইলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর মনে হচ্ছিল সহজেই WTC-এর ফাইনালে পৌঁছে যাবে রোহিতরা। কিন্তু কিউয়িরা অবাক করে দেয় ভারতকে।
ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজের অধীনে মোট ৫টি টেস্ট খেলবে। প্রথম টেস্টটি শুরু হবে ২২ নভেম্বর থেকে। তার আগে দু'দফায় ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে। প্রথম দলটি রওনা হবে ১০ নভেম্বর এবং দ্বিতীয় দলটি রওনা হবে ১১ নভেম্বর। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরে থাকা ভারত এ দলে মূল টেস্ট দলের অনেক ক্রিকেটার রয়েছে। অ্যাডিলেডে আয়োজিত বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিন-রাতের হবে। তার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ভারতের ক্রিকেটারদের কাছে। দলে অনেক নতুন ক্রিকেটার রয়েছে, যাদের দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তাদের পক্ষে ওয়ার্ম আপ ম্যাচটি লাভজনক হবে। উল্লেখ্য, বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পয়লা নম্বর স্থান হারায় ভারত। এখন তারা ২ নম্বর স্থানে রয়েছে।