হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তবে এমনটা প্রথম হয়নি, এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। এবার শুক্রবার ১০ জানুয়ারি রাতে ফের একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি।
কেন অবসর নিলেন তামিম ইকবাল?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু দিন ধরেই অনেকটা দূরে রয়েছেন। দলে আর ফিরতে পারছেন না, সেই কারণেই আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁর মতে জাতীয় দলে ফেরার যে দূরত্ব তৈরি হয়েছে সেটা আর ঘুচবে না।
আরও পড়ুন… রোহিত বা বিরাটকে কখনও বাদ দিতে পারবেন না গৌতম গম্ভীর: কেন এমন বললেন মনোজ তিওয়ারি?
তামিম মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধ্যায় শেষ হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে তিনি ভাবছিলেন। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট, তাই তিনি নিজেকে এই লড়াই থেকে সরিয়ে রাখলেন। তিনি চান না তাঁকে নিয়ে আবার অলোচনা শুরু হোক এবং দলের মনোযোগ নষ্ট হোক।
দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজের অবসরের কথা জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেটভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। নাটকীয়ভাবে একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফিরে আসেন। তবে আবার অবসরের ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন… ISL 2024-25 MB vs EB: কলকাতা ডার্বি সবসময় কঠিন হয়, ইস্টবেঙ্গল চ্যালেঞ্জ দেবেই- সতর্ক মোহনবাগানের কোচ
অবসর ভাঙার পর থেকে দলে ফেরা হয়নি-
সকলকে চমকে দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার, ১০ জানুয়ারি রাতে একটি ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। তবে এর আগে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর থেকে আর দেশের জার্সিতে তামিমের খেলা হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই কেন এমন সিদ্ধান্ত?
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে তার জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ফের তামিম ইকবালের জাতীয় দলে ফেরার তোড়জোড় শুরু হয়। তবে সেই পরিস্থিতির মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তামিম। দ্বিতীয় দফায় নিজের কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন তামিম। বাংলাদেশের সেরা এই ওপেনার জানালেন নিজের মনের কথা।
আরও পড়ুন… টিম ইন্ডিয়ার ‘মিস্টার ফিক্স-ইট’ কে? রহস্য থেকে পর্দা তুললেন রবিন উথাপ্পা
অবসর নিয়ে কী বার্তা দিলেন তামিম ইকবাল?
অবসরের ঘোষণা নিয়ে নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’