টি২০ বিশ্বকাপ অভিযান মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল এবং তাঁদের অধিনায়ক বাবর আজমের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারার পর ভারতের বিপক্ষে ১২০ রানের লক্ষ্যমাত্রাও তাড়া করতে পারেনি বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। এরপর থেকেই দেশের মাটিতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা। কানাডার বিপক্ষেও কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে অনেকটা সময় নিয়ে ফেলে পাকিস্তান। ফলে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন বাবর আজমরা। এবার এই নিয়েই পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সেদেশের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ, বাবর আজমকে ব্যর্থতার দায় নিতে বললেন প্রাক্তন পাক ক্রিকেটার।
আরও পড়ুন-ওমানের বিরুদ্ধে ১০১ বল বাকি থাকতে জয় বাটলার-আর্চারদের, সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড
বর্তমান ক্রিকেট বিশ্বে টি২০ ফরম্যাটে রানের নিরিখে বাবর আজম অন্যতম সেরা ব্যাটার, সেকথা স্বীকার করে নিতেই হবে। কিন্তু টি২০ বিশ্বকাপে তিনি এবং তাঁর দল চূড়ান্ত ব্যর্থ। অধিনায়ক হিসেবে বেশি না ব্যাটার হিসেবে তিনি বেশি ব্যর্থ, সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে। এবারের তিনটি ম্যাচে বাবর আজমের স্কোর ৯০, তবে এই রান করতে তিনি বল খেলেছেন ৮৬টি। আর তাতেই চটেছেন প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ। এত কম স্ট্রাইক রেট নিয়ে টি২০ বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জেতাতে পারছেন না বাবর আজম, অথচ তাঁকেই তাঁর দেশে বর্তমান ক্রিকেটে রাজার উপাধি দেওয়া হয়, যা নিয়ে বেজায় চটেছেন শেজহাদ।
আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের
পাকিস্তানের এক টেলিভিশন সংস্থার হয়ে বিশ্লেষণের সময় পাক অধিনায়কের ওপর নিজের ক্ষোভ উগরে দেন প্রাক্তন পাক তারকা। সেখানে পাকিস্তান অধিনায়কের সঙ্গে তাঁর পারফরমেন্সের তুলনা করা হলে দেখা যায় আহমেদ শেহজাদের গড় এবং স্ট্রাইক রেট বেশি। তা দেখেই প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘তোমার স্ট্রাইক রেট ১১২, গড় ২৬। পাওয়ার প্লের মধ্যে ২০৭ বলে একটা ছয় মারোনি। আমার নিজের পারফরমেন্স আট বছর আগে উন্নতি করা উচিত ছিল, আমি মানছি। কিন্তু তোমার পরিসংখ্যান তো আমার থেকেও খারাপ। কিন্তু তাও তোমাকে আমার দেশে রাজা বলা হয়, আসলে তুমি ভুয়ো রাজা। পাকিস্তানের জনগনের স্বপ্নভঙ্গ করে দিয়েছ তুমি, দলে নিজের বন্ধুদের সুযোগ করে দিয়ে ’।
আরও পড়ুন-২ কিমি দৌড়াতে সময় নয় ২০ মিনিট, কোনও কথা শোনে না, আজম খানকে নিয়ে বিস্ফোরক হাফিজ
বাবরকে একহাত নিয়ে আহমেদ শেহজাদ আরও বলেছেন, ‘পাকিস্তানকে একটা ট্রফি এনে দিতে পারছ না তুমি। অন্তত নিজের ব্যর্থতা তো স্বীকার করো। হাত তুলে বলো যে আমায় পিসিবি সব দিয়েছে, আমি আমার পছন্দের ক্রিকেটারদেরই পেয়েছি, কিন্তু তাও দলকে সাফল্য দিতে পারিনি। ব্যর্থতার দায় তো অন্তত নাও, দেশের মানুষের কাছে ক্ষমা চাও ’।