আজ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে আরেকটি আকর্ষণীয় টেস্ট ম্যাচের শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচে সকলের নজর যেন সরফরাজ খানের উপরেই রয়েছে। রাজকোটে অভিষেক করছেন সরফরাজ খান। কিংবদন্তি অনিল কুম্বলের হাত থেকে ভারতের টেস্ট ক্যাপ পেয়েছেন সরফরাজ। এরপরে তাঁর বাবা কান্নায় ভেঙে পড়েন। আর কেনই বা হবে না এটা? ভারতীয় তরুণের জন্য এটি একটি রূপকথার যাত্রা ছিল। কারণ ঘরোয়া সার্কিটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টেস্ট দলে তাঁর অন্তর্ভুক্তির দাবি আরও জোরালো হয়ে উঠছিল।
এই ম্যাচে সরফরাজ খানের পাঁচ নম্বরে নামার কথা ছিল। কিন্তু ৩৩ রানে ভারত তিন উইকেট হারানোর পরে দ্রাবিড় অভিষেক করা ক্রিকেটার সরফরাজ খানকে নামাতে সাহ দেখাননি। তিনি সেই সময়ে রবীন্দ্র জাদেজাকে মাঠে নামান। ফলে যারা ভেবেছিলেন রজত পতিদারের আউটের পরে সরফরাজকে দেখবেন তারা কিছুটা হতাশ হন। ৩৩/৩ ইনিংসের পর থেকে হাল ধরেন রোহিত ও জাদেজা। এই স্কোরকে তারা ২০০ টপকে নিয়ে যান। ফলে অভিষেক টেস্টে নামার আগে সরফরাজের চাপটা কিছুটা কমিয়ে দিয়েছেন এই দুই সিনিয়র তারকা। এবার দেখার সরফরাজ যখন নামবেন তখন তিনি কী করেন?
তবে জাদাজে যখন মাঠ নামছিলেন তখন ধারাভাষ্যকার প্যানেলে আলোচনা সরফরাজ খানকে নিয়ে চলছিল। সেই সময়ে ড্রেসিং রুম অ্যাকশনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন সরফরাজ। এই সময়ে সরফরাজ খান প্রথম শ্রেণির ক্রিকেটের যে সাফল্য পেয়েছেন সেই রেকর্ড পর্দায় ভেসে ওঠে। যা দেখে অবাক হয়ে যান ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান। ২২ বছর বয়সী এই তরুণের বর্তমান ফর্ম দেখে বিস্মিত হয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে এই ছেলেটা অনেক রান করেছে, এটা নিয়ে কোনও ভুল করা যাবেন না। ওর গড়টা দেখুন, প্রায় ১৫৪। এই সংখ্যাটা দেখলেই তাঁর সম্বন্ধে বোঝা যাবে।’ এই সময়ে সোয়ানের সহকর্মী ধারাভাষ্যকার ছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সে বেশ কিছুদিন ধরেই দলে এন্ট্রির জন্য দরজায় কড়া নাড়ছিল। আক্ষরিক অর্থে নির্বাচকদের সেই স্কোরগুলি দেখেন এবং তাঁকে দলে এন্ট্রি দেন। এটারই তো সে অপেক্ষা করছিল। সে সুযোগটা সে আজ পেয়েছে।’
পর্দায় যে পরিসংখ্যান দেখা গিয়েছিল তা ছিল সরফরাজের রঞ্জি ট্রফির সংখ্যার একটি তালিকা। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সরফরাজ ২৭টি ইনিংসে ২৪৬৬ রান করেছেন। এর মধ্যে দুটি মরশুমে প্রায় ১০০০ রানের সমান করেছিলেন। ২০১৯/২০ তে ৯২৮ এবং ২০২২/২৩-এ আরও ৯৮২ রান করেছিলেন।
সরফরাজের আগে জাদেজার নামলেন- শাস্ত্রী
এই ম্যাচের প্রথম ইনিসে যশস্বী জসওয়াল ১০ রানে আউট হন। শুভমন গিল সিরিজের দ্বিতীয়বার শূন্য রানে ফেরেন। রজত পতিদার পাঁচ রান করে সাজঘরে পিরে যান। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত ও জাদেজা। তবে সরফরাজের জায়গায় কেন পাঁচ নম্বরে জাদেজা নামলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘’
"বিকল্পগুলো বিবেচনা করলে আমি সরফরাজের সঙ্গে যেতাম। সিদ্ধান্তটা নেওয়া খুব সোজা ছিল। অভিষেক, টেস্ট ম্যাচের প্রথম দিন, ভালো ব্যাটিং কন্ডিশন, ভালো স্পিন খেলোয়াড়। তবে সরফরাজের আগে জাদেজাকে ব্যাটিং করানোর একমাত্র কারণ হল বাঁ-হাতি, ডান-হাতি কম্বিনেশন। সেখানকার স্পিনারদের সঙ্গে, আমি বুঝতে পারি যে জাদেজা এখনও এখান থেকে ১০০ রান করতে পারে। কিন্তু কেউ তার প্রথম টেস্ট খেলছে, আপনি তাকে এতটা চাপ দিতে চাইবেন না। তবে তার প্রতি আস্থা দেখাতে চান। এবার সে যদি ভালো খেলেন এবং তিনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তবে সে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে।’