বাংলা নিউজ > ক্রিকেট > VVS Laxman: এনসিএ প্রধান হিসেবে মেয়াদ বাড়তে পারে ভিভিএস লক্ষ্মণের

VVS Laxman: এনসিএ প্রধান হিসেবে মেয়াদ বাড়তে পারে ভিভিএস লক্ষ্মণের

NCA প্রধান হিসেবে মেয়াদ বৃদ্ধি হতে পারে লক্ষ্মণের। ছবি- বিসিসিআই। (BCCI Twitter)

২০২১ সালের ডিসেম্বর মাসে এনসিএর দায়িত্ব নেন লক্ষ্মণ।

শুভব্রত মুখার্জি:- ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএতে দীর্ঘদিন দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ প্রায় শেষের পথে। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার উঠে আসছে তাতে করে ভিভিএস লক্ষ্মণ আদৌ এনসিএর প্রধান হিসেবে আর থাকবেন কিনা!

বিসিসিআইয়ের সূত্র মারফত খবর ভিভিএস লক্ষ্মণের মেয়াদ বৃদ্ধির কথা চিন্তা ভাবনা করছে। যা খবর তাতে করে বিসিসিআইয়ের সঙ্গে কথা হয়েছে ভিভিএস লক্ষ্মণের। আরো অন্ততপক্ষে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়তে পারে লক্ষ্মণের। বিসিসিআইয়ের সঙ্গে তাঁর এই বিষয়ে নাকি কথাবার্তা পাকা। এই বিষয়ে কয়েকদিনের মধ্যেই বিসিসিআইয়ের তরফে একটি নোটিফিকেশনও জারি করা হবে।

যদি লক্ষ্মণ সত্যি রাজি হয়ে যান তাহলে এনসিএতে প্রধান হিসেবে তাঁর ধারাবাহিকতা বজায় থাকবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে এনসিএর দায়িত্ব নেন লক্ষ্মণ। প্রথমে তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। যা শেষ হয়ে যাওয়ার কথা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে।

আরও পড়ুন:- Vinesh Phogat: সব কুছ টুটা হি রহ গয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে হাল ছাড়ার ইঙ্গিত ভিনেশের

ওই সময়ে নবীন প্রতিভাদেরকে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে মেয়াদ শেষ হলেও তিনি কাজ চালিয়ে যান। সেই সময়ে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে বিসিসিআই। এবার সেই চুক্তি শেষ হয়ে যাওয়ার আগেই তাঁর সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি বিসিসিআই চূড়ান্ত করে নিতে চাইছে। যাতে করে মেয়াদ শেষ হলে প্রধানের পদটি শূন্য না থেকে যায়।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: নতুন মরশুমের প্রথম ম্যাচেই মারকাটারি ব্যাটিং মায়াঙ্ক আগরওয়ালের, শুরুতেই হার দেবদূত পাডিক্কালদের

পাশাপাশি আর কয়েকমাসের মধ্যেই বেঙ্গালুরুতে দ্বিতীয় এনসিএর উদ্বোধন করবে বিসিসিআই। তাই দুই এনসিএর কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তাই বিসিসিআই চাইছিল অভিজ্ঞ কারুর হাতেই থাকুক দায়িত্ব। আর সেই কারণেই সর্বসম্মতিক্রমে লক্ষ্মণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর বিসিসিআই সূত্রে।

আরও পড়ুন:- Ponting's Bold Prediction: টেস্টে সচিনের বিশ্বরেকর্ড ভাঙতে পারেন জো রুট, দাবি পন্টিংয়ের, কতটা পিছিয়ে ব্রিটিশ তারকা?

আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির তরফে ভিভিএস লক্ষ্মণের কাছে মোটা অঙ্কের টাকার অফার ছিল। তাও তিনি সেইসব ফাঁদে পা দেননি। কারণ ভারতের নবীন প্রতিভাদের প্রস্তুত করাকেই তিনি অগ্রাধিকার দেন। পাশাপাশি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নতুন এনসিএর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার এই নয়া স্টেট অফ দ্য আর্ট এনসিএতে যে ট্রান্সিজিশান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ের যে পরিবর্তন হবে, তার দেখভাল পুরোটাই করবেন লক্ষ্মণ স্বয়ং বলে জানা গিয়েছে।

উল্লেখ্য এই এনসিএর দায়িত্বভার লক্ষ্মণ নিয়েছিলেন তৎকালীন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের হাত থেকে। যার প্রশিক্ষণে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দল দীর্ঘ এক দশকের খরা কাটিয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে।

ক্রিকেট খবর

Latest News

সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও! ‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের যৌন হেনস্থা, অভিযুক্ত জাতীয় পুরস্কারজয়ী কোরিওগ্রাফার 'ওদের লেভেলে নামব না,ওটা আমার শিক্ষা নয়', দেবাংশু-কুণালকে মোক্ষম জবাব মৌসুমীর ‘‌বিজেপি–সিপিএম–কংগ্রেসকে ঝাঁটাপেটা করবেন’‌, জেলা তৃণমূল সভানেত্রীর মন্তব্যে বিত প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাই মন খারাপ নীরজের! বন্ধুর পাশে দাঁড়িয়ে বার্তা মনুর… অসমাপ্ত ব্যবসা: ইশান কিষানের বার্তা ঘিরে জল্পনা! BCCI-কে কিছু বলতে চাইলেন? এবার সদস্য সংগ্রহে ছাত্র সমাজ, বাংলায় নতুন সংগঠন, পুজোর আগেই বড় আন্দোলন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.