টেস্টে ফিরলেও এখনও সেরকমভাবে রানের মুখ দেখেননি লোকেশ রাহুল। টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি। গতবার ওডিআই বিশ্বকাপের পর থেকেই লোকেশ রাহুল নিজের খেলার ছন্দ যেন হারিয়েছেন জাতীয় দলের জার্সিতে। দঃ আফ্রিকার বিরুদ্ধে বছরের শুরুটা এক ইনিংসে ভালো খেললেও শ্রীলঙ্কা সিরিজেও তেমন নজর কাড়তে পারেননি। এরই মধ্যে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন, নিজের ওপর আস্থা হারিয়েছেন রাহুল, সেই কারণেই রানের দেখা পাচ্ছেন না তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টেস্ট সিরিজের সময় চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এরপর থেকেই তিনি ছিলেন মাঠের বাইরে, ফিরেও তেমন ছন্দ দেখাতে পারলেন না। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথম ইনিংসে লোকেশ রাহুল করেছিলেন ১৬ রান।
আরও পড়ুন-পাক ড্রেসিং রুমে বসতেন অসহায় মুখে! ভারতে এসে এবার হাসি ফুটল মর্কেলের মুখে…
ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে, রাহুলকে রানের মধ্যে ফিরতে গেলে সবার ওপর ওর মানসিকতা বদলাতে হবে এবং নিজের ওপর বিশ্বাস ফেরাতে হবে। কোথাও গিয়ে আত্মবিশ্বাস হারিয়েছেন রাহুল, মনে করছেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘লোকেশ রাহুলকে সবার আগে বুঝতে হবে যে ওর মধ্যে ঠিক কতটা প্রতিভা রয়েছে। যেদিন ও সেটা বুঝতে পেরে খেলতে আসবে, সেদিন থেকে ওর মানসিকতাও বদল হবে। তখন ওকে অন্যরকম ক্রিকেটার হিসেবে দেখা যাবে ’।
আরও পড়ুন-'IPL থেকে এসেছিলাম বলে অনেকে সংশয়ে ছিল আমায় নিয়ে', ম্যাচ জিতিয়ে অশ্বিনের বোমা…
আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও কদিন আগেই বলেছিলেন লোকেশ রাহুলের খারাপ পারফরমেন্সের কারণ হচ্ছে টেম্পারমেন্টের অভাব। সঞ্জয় মনে করেন, কেএল রাহুল যেভাবে শেষ কয়েকটা ইনিংসে খেলেছেন সেটা অনেকটা উদ্দেশ্যহীন বলেই মনে হয়েছে তাঁর। এটা সব ক্রিকেটারের জীবনেই কখনও না কখনও হয়।
নিজের উদাহরণ দিয়ে প্রাক্তন ক্রিকেটার মঞ্জরেকর বলছেন, ‘নিজের মানসিকতায় বদল এনে আমিও যখন কেরিয়ারের দ্বিতীয় ভাগে খেলতাম তখন ভেবে নিয়ে যেতাম যে কোন ধরণের বল আসলে, কিভাবে ঠিক খেলব। রাহুলের ক্ষেত্রে এটা একদমই টেম্পারমেন্টের সমস্যা। কারণ ও ৫০টা টেস্ট ম্যাচ খেলেছে। অনেকগুলো দুরন্ত শতরানও রয়েছে, কিন্তু গড় মাত্র ৩৪। একটা দুটো শতরান হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু অনেকগুলো যখন শতরান রয়েছে তার মানে এটা একান্তই ওর স্নায়ুচাপের ব্যাপার। এটা নিজে বদল করতে পারলেই খেলায় ফিরবে রাহুল ’