প্রয়াত হলেন ভারতের প্রাক্তন পেসার ডেভিড জনসন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। যে প্রাক্তন পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭.৮ কিলোমিটার বেগে বল করেছিলেন। সেই স্পিডস্টারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। তিনি বলেন, 'ক্রিকেটে আমার সতীর্থ ডেভিড জনসনের প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। খুব দ্রুত চলে গেলে বেনি।' শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) সচিব জয় শাহও। তিনি বলেন, ‘ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ডেভিড জনসনের প্রয়াণে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। ক্রিকেটে তাঁর যে অবদান আছে, তা চিরকাল স্মরণ করা হবে।’
ডেভিড জনসনের ক্রিকেট কেরিয়ার
ঘরোয়া সার্কিটে দারুণ পারফরম্যান্সের সুবাদে ১৯৯৬ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন কর্ণাটকের পেসার জনসন। ১৯৯৫-৯৬ সালে রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে ১৫২ রানে ১০ উইকেট নিয়েছিলেন। তারপর ১৯৯৬ সালের অক্টোবরে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল। জাভাগল শ্রীনাথ চোট পাওয়ায় সেই ম্যাচে তিনি দলে সুযোগ পেয়েছিলেন।
প্রথম ইনিংসে স্পিনাররা মূলত বল করায় মাত্র চার ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন জনসন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১২ ওভার বল করেছিলেন। ৪০ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। আউট করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা মাইকেল স্লেটারকে। সার্বিকভাবে অভিষেক টেস্টে ১৬ ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন জনসন। যে ম্যাচে কুম্বলে মোট ন'টি উইকেট পেয়েছিলেন।
মাসদুয়েক পরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন জনসন। সেটাই ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল। প্রথম ইনিংসে ১৫ ওভারে ৫২ রান দিয়ে দু'উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নয় ওভার বল করেছিলেন। তবে কোনও উইকেট পাননি। তারপর থেকে আর ভারতীয় জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে খেলেননি জনসন।
ঘরোয়া ক্রিকেটে জনসনের রেকর্ড
নিজের কেরিয়ারে ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন জনসন। নিয়েছিলেন ১২৫টি উইকেট। ইনিংসে সেরা বোলিং ফিগার ছিল - আট উইকেটে ৫৫ রান। গড় ২৮.৬৩। ইকোনমি রেট ৩.৬১। স্ট্রাইক রেট ৪৭.৪। শুধু তাই নয়, একটি শতরানও করেছিলেন। মোট ৪৩৭ রান করেছিলেন জনসন। সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেছিলেন।
অন্যদিকে, ৩৩টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছিলেন জনসন। ৪১টি উইকেট নিয়েছিলেন। গড় ছিল ৩১.৪৬। স্ট্রাইক রেট ৪০.৪। সেরা বোলিং ফিগার হল - ২৬ রানে চার উইকেট।