আর কয়েক মাস পরই পাকিস্তানের মাটিতে বসার কথা আইসিসির মেগা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘদিন পর সেদেশে আইসিসির প্রতিযোগিতা হওয়ায় সব দেশই প্রায় যাবে খেলতে একমাত্র ভারত বাদ দিয়ে। দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে ক্রিকেটিয় সম্পর্ক নেই পাকিস্তানের। কারণ ভারত সিমান্তে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা সেনাদের ওপর কখনও হামলা চালিয়েছে তো আবার কখনও উপত্যাকায় সাধারণ মানুষের জীবনে অশান্তি তৈরির চেষ্টা করেছে।
মুম্বই হামলার মাস্টার মাইন্ডদের ধরিয়ে দেওয়ার পরিবর্তে দেশের তরফে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করে দিয়েছে পাকিস্তান। ফলে বলাই যায়, সন্ত্রাসের সঙ্গে তাঁদের গাঁটছড়া ছাড়তে রাজি নয় সেই দেশ, ফলে ভারতও দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে সেদেশে খেলতে যায়না। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মঈন খান।
পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার মইন এই পরিস্থিতিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকরের কাছে আবেদন জানিয়েছে যাতে তাঁরা বিসিসিআইকে বোঝায় রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে না ফেলতে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন দল পাঠায়।
কদিন আগেই আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহ দায়ভার গ্রহণের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে চলেছে, যদিও সেই সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আইসিসির সিইও জেওফ অ্যালারডাইস। এরই মধ্যে মঈন খান আবেদন করলেন যাতে সচিন -সৌরভরা বিসিসিআইকে বুঝিয়ে পাকিস্তানে দল পাঠান।
আগেই জানানো হয়েছিল আইসিসিকে হাইব্রিড মডেলে খেলা আয়োজনের প্রস্তাব দেবে বিসিসিআই। সেক্ষেত্রে ভারতের ম্যাচ যাতে বাইরে দেওয়া হয় সেই আবেদন জানানো হবে। এই পরিস্থিতিতে মঈন খান বলছেন, ‘আইসিসির যে নিয়ম রয়েছে তার প্রতি দায়বদ্ধ থাকা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। যদি একান্তই ভারত পাকিস্তানে খেলতে না আসে, তাহলে পাকিস্তানেরও পরবর্তী ক্ষেত্রে সেদেশে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা উচিত। আমার মনে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের উচিত বিসিসিআইকে বোঝানো, যাতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি তাঁরা গুলিয়ে না ফেলে। রাজনীতির কারণে খেলা না হওয়াটা দুর্ভাগ্যের। কারণ ভারত পাকিস্তানের খেলা দেখতে ক্রিকেটভক্তরা মুখিয়ে থাকে, আর এই ম্যাচ শুধু পাকিস্তানের উন্নতির জন্য তা নয়, সামগ্রিকভাবে খেলার উন্নতির জন্য’।