চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিসিবি প্রধান মহসিন নাকভির অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। আগেই এই নিয়ে সমালোচনা করেছিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। আইসিসি চ্যাম্পিনয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্ত্বেও কীভাবে দুবাইতে মঞ্চে ছিলেন না পিসিবির কেউ, এই প্রশ্ন তুলেছিলেন তিনি।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ছিলেন না পিসিবির প্রধান
আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়া, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও রজার টোসেস পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে পাকিস্তান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল। যা ২৯ বছর পর তাঁদের দেশের প্রথম আইসিসি ইভেন্ট ছিল। তবে ফাইনালের দিন দুবাইতে দেখা মেলেনি পাক বোর্ডের কোনও শীর্ষ কর্তারা।
পাকিস্তানে যায়নি চ্যাম্পিয়ন ভারতীয় দল
প্রসঙ্গত ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত স্পষ্টতই প্রতিযোগিতা শুরুর অনেকদিন আগেই জানিয়ে দেয় যে সেদেশে ক্রিকেটারদের পাঠানো যাবে না। অর্থাৎ বিরাটদের জন্য বিকল্প ভেনু স্থির করতে হয় আইসিসিকে। এরপরই হাইব্রিড মডেল গ্রহণ করা হয়। মেন ইন ব্লুজরা তাদের সমস্ত ম্যাচ দুবাইতে খেলে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের শিরোপা জিতে মাঠ ছাড়ে।
আইসিসির ওপর ক্ষুব্ধ পিসিবি
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন, তিনি ভারত ও নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচের দিন দুবাইতে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছিল। তবে তাঁকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করে পিসিবি। যদিও এই নিয়েই এবার পিসিবির চেয়ারম্যান তথা পাকিস্তানের মন্ত্রী মোহসিন নকভিকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
পিসিবির প্রধানের নিজের বিমান আছে
বাসিত আলি দাবি করেছেন যে পিসিবি প্রধান মোহসিন নকভির দুবাই ভ্রমণ করা উচিত ছিল। পুরস্কার বিতরণী ইভেন্টে অংশ নেওয়ার পরে সেই রাতেই চাইলে তিনি ফিরে আসতে পারতেন। তাঁর কথায়, ‘ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দুবাই যাওয়া উচিত ছিল। এটা আমার মতামত। কারণ ওর নিজেরই বিমান রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ায় স্রেফ অনুষ্ঠানে উপস্থিত হয়ে চাইলে সেই রাতেই দেশে ফিরে আসতে পারতেন তিনি। একমাত্র তিনিই ভালো জানেন সেখানে কী সমস্যা ছিল। কিন্তু তার দুবাইতে যাওয়া উচিত ছিল'।
জয় শাহকে নিয়েও বার্তা
এদিকে অনুষ্ঠানের মঞ্চে পাকিস্তানের কোনও প্রতিনিধি না থাকার বিষয়ে আইসিসির কাছে ক্ষোভ প্রকাশ করেছে পিসিবি। এখন তাঁরাও আইসিসির কাছ থেকে ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। এদিকে বাসিত আলি সমালোচনা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহেরও। প্রাক্তন বিসিসিআই সচিবকে নিয়ে বাসিত বলেছেন, বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে আইসিসির প্রধানের বসা উচিত হয়নি।
বাসিত বলেন, ‘ আইসিসির চেয়ারম্যান জয় শাহ দুবাইতে ফাইনালের দিন মাঠে ছিলেন। তবে উনি সামান্য ভুলও করেছেন। তিনি এখন বিসিসিআই সচিব নন, সেটা মনে রাখতে হত। তিনি কিন্তু এখন আইসিসির প্রধান। তার উচিত ছিল অন্যত্র বসা(বিসিসিআইয়ের কর্তাদের থেকে আলাদা বসা) । এ ধরনের পদ পাওয়ায় তাঁকে মিডিয়ার প্রতিও সতর্ক থাকতে হত।’