ইনস্টাগ্রাম স্টোরিতে ভগবত গীতার 'শ্লোক' শেয়ার করলেন শোয়েব আখতার। ইনস্টাগ্রামে যেমন বিভিন্ন রিল পোস্ট করা হয়, সেরকমই একটি অ্যাকাউন্ট থেকে সেই রিল পোস্ট করা হয়েছিল। আর সেটাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার। যে 'শ্লোকে' বলা হয়েছে, 'অনিয়ন্ত্রিত মস্তিষ্কের থেকে কোনও বড় শত্রু হতে পারে না।' আর শ্রীকৃষ্ণের একটি এডিট করা ছবির উপরে সেই ‘শ্লোক’ লেখা আছে। সেই স্টোরির সঙ্গে নিজে আর কিছু লেখেননি পাকিস্তানের তারকা পেসার। আর সেই স্টোরির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
'বিশ্বকাপ জিতে রোহিত কাঁদছিল, এটা থেকেই বোঝা যাচ্ছিল সবটা'
শোয়েব যখন সেই ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন, তখন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। ভারত জেতায় ক্যাপ্টেন রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বলেন, ‘রোহিত শর্মার স্বপ্নপূরণ হয়েছে। আবেগে ভেসে যাচ্ছেন সকলে। যোগ্য দল হিসেবে জিতেছে ভারত। ভারতকে অভিনন্দন।'
সেইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, '(২০২৩ সালে আমদাবাদে একদিনের বিশ্বকাপ ফাইনালে) ওরা (ভারত) হেরে গিয়েছিল। আমি তখনও বলেছিলাম যে ভারতেরই বিশ্বকাপ জেতা উচিত ছিল। এবার ওরা বিশ্বকাপ জিতেছে। জয়ের পরে রোহিত শর্মা মাঠে শুয়ে পড়েছিল। আর কাঁদছিল। সেটা থেকে ওর আবেগটা পুরো বোঝা গিয়েছে। এই বিশ্বকাপ জয়টা যে ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা বোঝা গিয়েছে।’
রোহিত-বিরাটদের প্রশংসা করেছেন পাকিস্তানের অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও
তবে শুধু শোয়েব নন, ভারতকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার। প্রশংসা করেছেন রোহিত, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, ‘এই স্মরণীয় জয়ের জন্য ভারতকে অভিনন্দন। যোগ্য ব্যক্তি হিসেবে এই বিশ্বকাপটা জিতেছে রোহিত শর্মা। ও দুর্দান্ত অধিনায়ক, দারুণ নেতা। বিরাট কোহলি সবসময় বড় ম্যাচে ভালো খেলে। এই মুহূর্তে বুমরাহ যে বিশ্বের সেরা বোলার, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
রোহিতে মুগ্ধ শাহজাদ
আবার আহমেদ শাহজাদ বলেন, 'আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত কেরিয়ারের জন্য রোহিত শর্মাকে অনেক অভিনন্দন। অধিনায়ক হিসেবে একটি আইসিসি টুর্নামেন্ট জয়ের পরই নিজেদের বুটজোড়া তুলে রাখার থেকে ভালো কিছু হতে পারে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং রোহিত যেরকমভাবে অধিনায়কত্ব করেছে, তা অভাবনীয়।'