উমরান মালিক নিজের ক্রিকেট জীবনে আবারও একটা ধাক্কা খেয়েছেন সম্প্রতি। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে এবারে দল পেয়েছিলেন। ২০২৫ সালের আইপিএলের জন্য তাঁকে ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল কেকেআর, কিন্তু গতকাল অর্থাৎ রবিবারই তিনি আইপিএল থেকে ছিটকে গেছেন চোটের জন্য। ফলে এই মরসুমে আর মাঠে নামাই হবে না তাঁর।
২০২২ সালে আইপিএলে এসেই নজর কেড়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার। দুর্ধর্ষ গতি দিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি, এরপর তিনি সুযোগ পেয়ে যান ভারতীয় দলেও। তবে গতিই তাঁর খেলায় পতন আনতে শুরু করে। গতির দিকে নজর দিতে গিয়ে চোট বাড়তে থাকে তাঁর। ২০২২ সালে ২২ উইকেট নেওয়া উমরাম এরপর আর কোনও মরশুমে ১০ উইকেটও নিতে পারেননি।
স্টেইনকে চুপ করিয়ে দিয়েছিলেন উমরান
মজা করে প্রোটিয়াদের প্রাক্তন তারকা পেসার ডেল স্টেইন ফেরারি বলে ডাকতেন উমরানকে, তাঁর গততির জন্য। তিনিই এই পেসারকে একটি পরামর্শ দিয়েছিলেন নিজের বোলিংয়ে বৈচিত্র বাড়ানোর জন্য। একদিন অবশ্য ম্যাচে উমরান কথা শোনেননি ডেল স্টেইনের। তাঁকে অমান্য করলেও তাতে উমরানের ক্ষতি হয়নি, বরং স্টেইনকেও চুপ করিয়ে দিয়েছিলেন।
স্টেইনের কথা শোনেননি উমরান
সেই ঘটনার কথা বলতে গিয়েই ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেল স্টেইন বলছেন, ‘ একটা মজার গল্প আছে। আমি একদিন অনুশীলনের সময় ওকে বলেছিলাম যে ভুবনেশ্বর কুমার নিজের ৪ ওভারে প্রায় ১২টা স্লোয়ার বল দেয়, সেখানে তুমি মাত্র ১টা বা ২টো দাও। সেটা শুনে উমরান বলেছিল, এটা একটা ভালো পয়েন্ট। তিনিও এবার থেকে বোলিংয়ে স্লো বল করবেন। এরপর মুম্বইয়ের বিরুদ্ধে আমাদের ম্যাচ হচ্ছে। আমরা ডাগআউটে বসে আছি। আমি মুরলিধরণের পাশে(সানরাইজার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ)। ও বোলিং করতে আসছে, আমি মুরলির দিকে তাকিয়ে বললাম, দেখ এটা স্লো বল করবে। কিন্তু ও দৌড়ে এসে সজোরে একটা ইয়র্কার করে দিল, আর উইকেট লণ্ডভণ্ড হয়ে গেল’।
উমরান জোরে বোলিং করতে চায়
এরপর স্টেইন বলেন, ‘ব্যাস, তার ওই উইকেটের পরই ক্যামেরা আমাদের দিকে দেখাচ্ছিল, মনে হচ্ছিল আমরাই ওকে এই পরামর্শ দিয়েছি। কিন্তু কখনও কখনও মাঠে ক্রিকেটাররাই আসল কাজ করে থাকেন। ১৫৫ কিমির গতিবেগে ইয়র্কার মানে বড় ব্যাপার। ক্রিকেটারদের সব সময়ই এই ধরণের টিপস দিয়ে সাহায্য করা দরকার, যাতে তাঁরা জানতে পারেন বাকিরা কি করছে। উমরানের সেই দিকেও নজর দেওয়া উচিত, যদিও সেই সময়ের জন্য আমায় ও ভুল প্রমাণ করেছিল আর বলেছিল, এটা ওর দক্ষতার জায়গা, তাই ও জোরেই বোলিং করবে ’।
তবে সেই সোনালী দিন এখন অতীত উমরানের। বোলিংয়ে গতি কমাতে গিয়ে ভ্যারিয়েশন নষ্ট হয়েছে। ২০২৩ আইপিএলে মাত্র ৫ উইকেট পেয়েছিলেন আর গতবার তো কোনও উইকেটই পাননি। আর এবার চোটট। এসব দেখেই স্টেইন বলছেন, ‘আইপিএলে ৬০-৭০ হাজার দর্শকের সামনে বোলিং করতে নামলে মনে হতে পারে ১৬০র গতিবেগে বোলিং করব, কিন্তু সেটা করতে গিয়ে যদি তুমি গেমপ্ল্যানের বিরুদ্ধে গিয়ে ৬০-৭০ রান দিয়ে ফেললে সেটা তোমার দলের জন্য ভালো নয়, তোমার জন্যেও ভালো নয় ’।