আইপিএল ২০২৪-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে দেয় বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভার শুরুর আগে মনে হয়েছিল অ্যাডভান্টেজ সিএসকে। ধোনি এবং জাদেজা যে মেজাজে ছিলেন তাতে শেষ ওভারে ১৭ রান উঠলেই তাঁরা প্লে অফে কোয়ালিফাই করে জেতেন। ১৯তম ওভারে লকি ফারগুসনের মতো তারকা পেসারকেও হেলায় উড়িয়ে ১৯ রান তুলেছিলেন জাড্ডু, মাহিরা। কিন্তু শেষ ওভারে যশ দয়ালের অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে ম্যাচ জেতা হয়নি সিএসকের। বরং নাটকীয় কামব্যাক করে প্লে অফে জায়গা করে নেয় বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে পৌঁছানোর জন্য মাঠের ভিতরেই অনাবিল আনন্দে মেতে ওঠেন কোহলি, ফ্যাফ ডু প্লেসিরা। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনি কিছুক্ষণ অপেক্ষা করেন আরসিবি ক্রিকেটারদের সঙ্গে হাল মেলানোর জন্য, কিন্তু তারা মাঠেই উচ্ছাসে ব্যস্ত থাকায়, তিনি হাত না মিলিয়েই চলে যান ড্রেসিংরুমে। এরপরই তাঁর পিছনে সিএসকে ড্রেসিংরুমে যান আরসিবির দুই তারকা।
আরও পড়ুন-IPL 2024-'৬ বছর ধরে শুনে আসছি', ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইারাল হয়েছে মহেন্দ্র সিং ধোনির জন্য সিএসকে ড্রেসিংরুমে পৌঁছে যাওয়া বিরাট কোহলির ভিডিও। সেখানে গিয়ে মাহিকে খুঁজতে দেখা যায় কোহলিকে। তবে স্রেফ কোহলি একাই নন, আরসিবির আরেক প্রাক্তন তারকা তথা ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিস গেইলও মাহির পিছু নেন ড্রেসিংরুমে। সেখানে গিয়ে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়কের সঙ্গে হাত মেলান ইউনভার্স বস।
আরও পড়ুন-পাখির চোখ T20 বিশ্বকাপ, ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন রোহিত, পান্ডিয়ারা
সিএসকে ড্রেসিংরুমে গিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছবি তোলেন গেইল। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্যারিবিয়ান তারকা। এমএসডির পাশাপাশি ডোয়েন ব্র্যাভোর সঙ্গেও দেখা করেন গেইল। এরপর সেই ছবিতে তিনি লেখেন, ‘ মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়েন ব্র্যাভোর সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। অনেক ভালোবাসা এবং সম্মান’।
আরও পড়ুন-বিশ্বের সবথেকে টাকা কামানো অ্যাথলিট হলেন CR7! মেসি কোথায়? দশে আছেন বিরাট?
এরপর আরসিবির ড্রেসিংরুমে ক্রিইস গেইল আসতেই দেখা যায় তাঁর হাতে রয়েছে চেন্নাই সুপার কিংসের জার্সি। অর্থাৎ ধোনি এবং ব্র্যাভোর সঙ্গে দেখা করার পর নিজের জন্য সিএসকের একটি জার্সিও নিয়ে নেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন তারকা। এই ম্যাচ জয়ের ফলে প্লে অফে পৌঁছে গেছে আরসিবি। লিগের মাঝপথে কেউ ভাবতেও পারেনি লিগের তলানিতে থাকা আরসিবি আর লিগের ফার্স্ট বয় রাজস্থান রয়্যাল এলিমিনেটরে খেলবে।