আইপিএলের জেরে এবার একটু বিপাকেই পড়েছে বিসিসিআই। আইপিএলে দশটি দলের সঙ্গে কমপক্ষে ৩০ জন কোচ যুক্ত রয়েছেন, কেউ হেড কোচ হিসেবে। আবার কেউ বোলিং, ফিল্ডিং বা ব্যাটিং কোচ হিসেবে। এরই মধ্যে যেটা সমস্যার বিষয়, প্রায় সব দেশি বিদেশি কোচই আইপিএলের কোচিংয়ে আগ্রহী, তবে রাহুল দ্রাবিড় পরবর্তী জাতীয় দলের কোচ হতে কেউই রাজি হচ্ছেন না, এই নিয়েই ভারতীয় ক্রিকেটমহলে শুরু হয়েছে চর্চা। দেশের বোর্ড এমন প্রতিযোগিতা আযোজন করে প্রতি বছর, যেখানে খেলার জন্য বা দলগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন দেশের বর্তমান ও প্রাক্তনীরা অপেক্ষা করে থাকেন, অথচ তাঁরাই কেউ ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি নয়। অধিকাংশ কোচই স্বল্পময়াদি চুক্তিতে আইপিএলের দলের থাকতে চাইছেন। এরই মধ্যে এবার রোহিতদের কোচ হতে চান না বলেই জানিয়ে দিলেন আরেক প্রাক্তন তারকা।
আরও পড়ুন-IPL 2024-ক্রিকেট ছেড়ে হঠাৎই অটোওয়ালার ভূমিকায় শ্রেয়স, পিছনে বিশ্বকাপজয়ী কামিন্সও, ভিডিয়ো
সদ্য আইপিএলে শেষ হয়েছে রাজস্থান রয়্যালস দলের অভিযান। সেই দলেরই কোচের পদে এতদিন দায়িত্ব সামলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সদাহাস্য এবং অত্যন্ত ভদ্র সাঙ্গাকারাকে ভারতীয় দলের প্রাক্তনীরা অনেকেই পছন্দ করেন তাঁর স্বভাবের জন্য। যদিও সাঙ্গাকারা স্পষ্টতই বলছেন, রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় দলের কোচ হতে রাজি নন তিনি। এর আগে জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিংও ভারতের কোচ হতে আগ্রহ দেখাননি।
বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই কোচের পদে আবেদন করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে বোর্ড সূত্রে খবর, তাঁদের পছন্দের তালিকায় থাকা কেউ যদি আবেদন করে সেক্ষেত্রে কোচ বাছাইয়ের কাজটা সুবিধা হবে। যদিও রোহিতদের কোচ হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে কুমার সাঙ্গাকারা বলছেন, ‘আমার সঙ্গে কেউ এই বিষয় যোগাযোগ করেনি। আর আমার কাছে ভারতীয় দলের কোচ হয়ে ফুল টাইম কাজ করার মত সময় নেই, আমি স্বল্প মেয়াদি চু্ক্তিতে রাজস্থানেই বেশ ভালো আছি ’ ।
আরও পড়ুন- ‘মাথা উঁচু করেই মাঠ ছাড়ছি’, বলেও রিয়াল মাদ্রিদ নিয়ে জল্পনা বজায় রাখলেন এমবাপে
রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন সাঙ্গা। দলের আইপিএল থেকে ছিটকে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে শ্রীলঙ্কান এই তারকা জানান, এই মরশুমটা তাঁদের দলের জন্য খুব ভালোই গেছে, ক্রিকেটাররাও বেশ ভালো খেলেছিল। খুব ভালো শুরু করেও হায়দরাবাদ আর দিল্লির বিপক্ষে একটুর জন্য তাঁরা হেরে যান গ্রুপ স্টেজে। শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্লান্তির কারণেই পারফরমেন্সে ঘাটতি হয়েছে বলে মনে করেন সাঙ্গা।