অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্ট চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। খেলায় বেশ ভালোই উত্তাপ ছড়িয়েছে, কারণ টিম ইন্ডিয়া এই ম্যাচে কিছুটা ব্যাকফুটে রয়েছে। অস্ট্রেলিয়া আজ থেকে দশ বছর আগে নিজেদের মাঠে যা করত, এখন সেটাই অজিদের ডেরায় গিয়ে করে আসছে সিরাজরা। কলার তুলে দাদাগিরি যাকে বলে। তবে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলাকালীন ঘটে গেল এক বেশ উত্তেজনাকর ঘটনা। ভারতীয় দল তো ১৮০ রানে অলআউট হয়ে গেছিল। পাল্টা জসপ্রীত বুমরাহও চাপে ফেলে দেয় অজিদের প্রথম উইকেট তুলে নিয়ে। তবে এরপরই নাথান ম্যাকসুইনি এবং মার্নাস ল্যাবুশেন খেলা ধরে নেন। এরই মধ্যে ২৫তম ওভারে ঘটে গেল এক উত্তেজনাকর ঘটনা।
আরও পড়ুন-Nz vs Eng- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই ছয়! বিরল নজির জ্যাক ক্রলির…
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় সাইড স্ক্রিনের পিছন থেকে একজন সমর্থক কিছু জিনিস হাতে নিয়ে হেঁটে আসছিলেন। হাতে বেশ কয়েকটি উঁচু গ্লাস ছিল, যার ফলে আইসাইট নষ্ট হয় ব্যাটার মার্নাস ল্যাবুশেনের। ততক্ষণে অবশ্য রান আপ নেওয়া শুরু করে দিয়েছেন সিরাজ। এরপর মার্নাস ল্যাবুশেন সিরাজের দিকে হাত দেখিয়ে খেলা থামানার জন্য বললেও, সিরাজ একটু বিরক্তই হন।
যে কোনও ফাস্ট বোলারকেই যদি ক্রিজের সামনে এসে এমনভাবে আটকে দেওয়া হয় তাহলে তাঁরা বিরক্তি প্রকাশ করে থাকেন। মহম্মদ শামির বেজায় চটে যান ঘটনায় এবং মার্নাস ল্যাবুশেনের দিকেই বল ছোঁড়েন। অবশ্য তাঁকে উদ্দেশ্য করে সিরাজ বল ছোঁড়েননি, উইকেটের দিকে বল ছোঁড়েন। তবে তাঁর পাশেই ছিলেন ল্যাবুশেন। তিনিও বিষয়টিতে কিছুটা অবাক হয়ে যান, যদিও পরে ল্যাবুশেন হেসে ফেলেন গোটা ঘটনায়।
আরও পড়ুন-Video - উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
সিরাজ এরপর কিছু উত্তপ্ত বাক্যও বলেন ল্যাবুশেনকে উদ্দেশ্য করে। পাল্টা অজি তারকাও বোঝানোর চেষ্টা করেন, যে শেষ মূহূর্তে একজন দর্শকের এমন কৃতকর্মের জন্য তাঁকে এভাবে খেলা থামাতে হয়েছে। এক্ষেত্রে তিনিও বিষয়টিতে খুব একটা খুশি নন। এরপর সিরাজও যখন দেখেন সেই বিরক্তিকর দৃশ্য তিনিও বুঝতে পারেন এক্ষেত্রে অজি ব্যাটারের কোনও দোষ নেই। কিন্তু সিরাজ রেগে যান, কারণ শেষ মূহূর্তে বোলারকে দৌড়ানো অবস্থায় থামাতে গেলে তাঁর চোট লাগতে পারে।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
এরপর খেলা শুরু হতেই মার্নাস ল্যাবুশেনও উত্তর দেন ব্যাট হাতেই। তিনি সপাটে চার মারেন সিরাজের বলে। এরপর সিরাজও দ্রুত ওভার শেষ করে দেন, তারপর নিজের ফিল্ডিং পজিশনের দিকে চলে যান বিরক্তি মুখে। গোটা ঘটনায় তিনি যে বেশ বিরক্ত সেটা সিরাজের চোখে মুখেই বোঝা যাচ্ছিল।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
এদিকে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। ম্যাচ শেষে তিনি বললেন,‘ বোলিং ভালোই হয়েছে, এখানে পিচও ভালো। পার্থে আমরা খারাপ খেলিনি, ভারত ভালো খেলেছিল। এখানে শুরুটা আমাদের ভালোই হয়েছে। ম্যাচের প্রথম এক ঘন্টা বাদ দিয়ে আমরা ভালোই ছিলাম। আর প্রথম দিনে তো একটু সবুজ ঘাস থেকে বোলাররা একটু আশা রাখে। পরের দিকে ঘাস কিছুটা শুকিয়ে যাবে’।