গল টেস্টের দ্বিতীয় দিনটা খুব একটা ভালো গেল না শ্রীলঙ্কার। আশা করা হয়েছিল কিছুটা হয়ত রান যোগ করে নিউজিল্যান্ডকে চাপে ফেলবে লঙ্কানরা। কিন্তু তেমন কিছুই হল না। নিউজিল্যান্ডই খেলায় কিছুটা হলেও ফিরল। কামিন্দু মেন্দিসের শতরানে ভর করে বুধবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। তিনি টেলেন্ডাররা তেমন রান যোগ করতে পারলেন না, যাতে লঙ্কান বোলাররাও লড়াইয়ের জমি পান। এমনিতে গল টেস্টের উইকেটে দ্বিতীয় দিনেও তেমন টার্ন নজরে পড়েনি এখনও। ফলে তৃতীয় দিনে যদি লঙ্কান বোলাররা ভালো কিছু করে দেখাতে না পারেন তাহলে ঘরের মাঠে চাপ বাড়তে পারে তাঁদের ওপরই। যদিও এখনও ম্যাচ ফিফটি ফিফটি বলা যায়।
গল টেস্টের দ্বিতীয় দিনে হাতে তিন উইকেট নিয়ে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু খুব বেশি রানও তাঁরা যোগ করতে পারলেন না, আর নিউজিল্যান্ডও তাঁদের তিন উইকেট তুলতে খুব বেশি সময় লাগালো না। মাত্র চার ওভারের মধ্যে লঙ্কানদের লোয়ার অর্ডারের সব উইকেট তুলে নেন উইল ও রুরকি, আজাজ প্যাটেলরা, তাঁদের প্রথম ইনিংস শেষ হয় ৩০৫ রানে।
আরও পড়ুন-কুঁকড়ে ছিলেন ব্যাটাররা! অশ্বিন-জাদেজা এসেই শুরু পাল্টা মার! পেটালেন শাকিবকে…
জবাবে ব্যাট করতে নেমেই শুরুতে নিউজিল্যান্ড ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কার রমেশ মেন্দিসের কাছে, তিনি আউট করেন ডেভন কনওয়েকে। কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা এরপর ধীরে ধীরে খেলা স্লো করতে থাকেন। ম্যাচে ফেরে নিউজিল্যান্ড ওপেনার টম লাথাম এবং কেন উইলিয়ামসনের ব্যাটে ভর দিয়ে। দুই ক্রিকেটারই অর্ধশতরান করেন। টম লাথাম ৭০ রান করে আউট হন, প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫৫ রান। এরপর রাচীন রবীন্দ্র করেন ৩৯ রান। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা।
শেষ ৯টি টেস্টে ইনিংসে কেন উইলিয়ামসন করেছেন ৫৩৫ রান। এর মধ্যে রয়েছে তিনটি শতরান এবং দুটি অর্ধশতান। সর্বোচ্চ ১৩৩, গড় ৬৮। শেষ ১৮টি টেস্টে ইনিংসে নিউজিল্যান্ডের এই ব্যাটার করেছেন ৭টি শতরান, দুটি অর্ধশতরান। পাশাপাশি একটি দ্বিশতরানের ইনিংসও রয়েছে রেড হট ফর্মে থাকা প্রাক্তন কিউয়ি অধিনায়কের।
উইকেটে এই মূহূর্তে অপরাজিত রয়েছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেল। এই জুটি এখনও পর্যন্ত যোগ করেছে ৫৯ রান। দ্বিতীয় দিনের শেষে গল টেস্টে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৫৫। ফলে তৃতীয় দিনের শুরুতে ধাক্কা দিতেই হবে লাহিরু কুমারা, ধনঞ্জয় ডি সিলভাদের। কারণ এখনও গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনাররা রয়েছে। যদি ১০০-র কাছাকাছি লিড তাঁরা তুলে নিতে পারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার ওপর চাপ বাড়বে। তাই দ্রুত ম্যাচে ফেরার জন্য বোলারদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে।