রোহিত শর্মা পরবর্তী জমানায় হার্দিক পান্ডিয়া ভারতীয় টি২০ দলের অধিনায়ক হবেন বলে অনেকেই বিশ্বাস করেছিলেন। তবে নতুন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকর সূর্য কুমার যাদবকে টি২০ দলের অধিনায়ক বানিয়েছেন। এই আবহে গৌতম গম্ভীর এবং অজিত আগারকর প্রথমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীর যে হার্দিক সওয়ালের মুখে পড়বেন, প্রায় নিশ্চিত ছিল। সেই প্রশ্ন উঠলও। তবে সেই বাউন্সার খেললেন আগরকর। জানিয়ে দিলেন কেন হার্দিকের জায়গায় সূর্যকে অধিনায়ক করা হল। (আরও পড়ুন: রোহিত-বিরাট কি ২০২৭ ODI WC-এ খেলবেন? কঠিন প্রশ্নের সোজাসাপ্টা জবাব কোচ গম্ভীরের)
আজ সংবাদিক সম্মেলনে গৌমের পাশে বসে আগরকর বললেন, 'হার্দিক সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই দক্ষতা খুঁজে পাওয়া কঠিন। তার সাথে ফিটনেস চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি তাঁর পারফরম্যান্স অন্য যেকোনও কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এমন একজনকে চাই, যাঁকে প্রায় সবসময়ই পাওয়া যাবে। অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় সব গুণই রয়েছেন সূর্র মধ্যে।' আগরকর জানিয়েছেন, ফিটনেসের কথা মাথায় রেখে ও ড্রেসিংরুমের সকলের মতামত নিয়েই সূর্যকুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচক আরও বলেন, 'স্কাই টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা। অধিনায়ক হিসাবে ও সব ম্যাচ খেলবে। ওই অধিনায়ক হিসাবে যোগ্য। আমরা নজর রাখব ও কীভাবে এই দায়িত্বে মানিয়ে নেয়।'
এদিকে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা নিয়ে আগরকর বলেন, 'শুভমন তিন ফর্ম্যাটেই খেলে। আমরা এই বিষয়ে ড্রেসিংরুমেরও ফিডব্যাক নিই। তাই পরবর্তী সময়ের জন্যে শুভমন গিলকে ভাবা হতেই পারে। এই আবহে অভিজ্ঞ সিনিয়রদের থেকে ভাইস ক্যাপ্টেন হিসেবে অনেক কিছু শিখতে পারবেন। টি২০-তে সূর্য আছেন। রোহিতও আছেন অন্য ফর্ম্যাটে।'
২০২৩ একদিনের বিশ্বকাপের আগে প্রায় ১ বছর ধরে ১৬টি টি২০ ম্যাতে ভারতের অধিনায়কত্ব করেছিলেন হার্দিক পান্ডিয়া। এই আবহে ওডিআই বিশ্বকাপের পরই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল হার্দিকের। এই আবহে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি টি২০ বিশ্বকাপে হার্দিকই ভারতীয় দলের অধিনায়ক হবেন? তবে শেষ পর্যন্ত রোহিত শর্মাই দলের অধিনায়ক থাকেন। তাঁর নেতৃত্বেই ভারত জয়ী হয়েছে টি২০ বিশ্বকাপে। সেই টি২০ বিশ্বকাপ জয়ের নেপথ্যে হার্দিক পান্ডিয়ার ভূমিকা অনস্বীকার্য। দলে আবার তিনি ভাইস ক্যাপ্টেনও ছিলন। এই আবহে রোহিত শর্মা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেওয়ার পরে সবাই মনে করেছিলেন হার্দিকই হবেন পরবর্তী ভারতীয় টি২০ দলের অধিনায়ক। তবে সেটা হয়নি। সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে। এদিকে ওডিআই বিশ্বকাপের পরে যখন হার্দিক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, তখন সূর্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলে। তাঁর নেতৃত্বে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল। আবার দক্ষিণ আফ্রিকাতে তিন ম্যাচের সিরিজের প্রথম ২টি ম্যাচে অধিনায়ক ছিলেন সূর্য। সেখানে দ্বিতীয় ম্যাচে তিনি সেঞ্চুরি করে দলকে সমতায় ফিরিয়েছিলেন সিরিজে। তৃতীয় ম্যাচে চোটের কারণে বাইরে ছিলেন সূর্য। এই আবহে সূর্যর অধিনায়কত্বে ৭টি ম্যাচে ভারত ৫টিতেই জিতেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার তো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।