মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাই শুনতে পাওয়া যায়। গৌতম গম্ভীর বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলে থাকেন। তিনি একাধিকবার ২০১১ বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ছয় মেরে ম্যাচ ফিনিশের প্রসঙ্গে বলেছেন, যে একটা ছয় সেদিনের ম্যাচ জেতায়নি। এই নিয়ে মাহিভক্তদের একাংশ আবার মনে করে, গম্ভীর হয়ত ধোনিকে পছন্দ করেননা।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
তিনটি আইসিসির ট্রফি গম্ভীরের ঝুলিতে
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটার হিসেবে ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের পর এবার গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে জিতেছেন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে সাফল্য যে তাঁরও মোটেও কম নয়। ২০১৩ সালে না পূরণ হওয়া স্বপ্নটাই এবারে পূরণ করেছেন গৌতি।
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন গৌতম গম্ভীর, যুবরাজ সিংরা। পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন মুরলি বিজয়, ইরফান পাঠান, দীনেশ কার্তিকরা। যেভাবে গম্ভীরদের বাদ দিয়েছিল সঞ্জয় জাগদালে, সন্দীপ পাতিলদের বিসিসিআই, তা মনে ধরেনি অনেক ক্রিকেটভক্তেরই। জাদাজে অশ্বিনের সঙ্গে সেই প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হয় অমিত মিশ্রাকে, বাদ পড়েন হরভজন সিং। সেবার আইপিএলে ১১ ম্যাচে ৩২০ রান করেছিলেন গম্ভীর, তাও তাঁকে বাদ দিয়ে শিখর ধাওয়ানকে সুযোগ দেওয়া হয়েছিল।
দল থেকে বাদ পড়েছিলেন যুবি-
যুবরাজ সিংয়ের দল থেকে বাদ পড়া অবশ্য সেই সময় খুব একটা অবাক করার মতো ছিল না, কারণ তিনি আইপিএলেও ছন্দে ছিলেন না। তবে গম্ভীরকে বাদ দিয়ে নির্বাচকরা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছিল, দল তখন ২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের তৈরি করার লক্ষ্যে ছিল। সেবারের দলে পাঁচজন পেসারকেও ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এরপর সেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। আর তাঁরই ১২ বছর পর এবার মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরকে মিলিয়ে দিলেন ভারতীয় দলের এক ক্রিকেটার।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
দেরাদুনে হাজির ধোনি-পন্ত
বুধবার রয়েছে ঋষভ পন্তের বোন সাক্ষীর সঙ্গে অঙ্কিত চৌধুরির বিয়ের অনুষ্ঠান। সেটি হচ্ছে দেরাদুনে। একদিন আগেই সেখানে উপস্থিত হয়েছিল সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি। সোমবার দুবাই থেকে দেশে ফিরে বুধবারই ছাত্র পন্তের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। আর সেখানেই পন্তকে মাঝে রেখে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই ছবি তুলে ফেললেন গোতি। যদিও নেটিজেনরা অবশ্য এক্ষেত্রেও দুই তারকার মধ্যে সোশাল ডিস্টেন্স মেনটেনের ব্যাপারটিতে নজর দিয়েছেন।