টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসনের সাম্প্রতিক ফর্মের জন্য উইকেটরক্ষক-ব্যাটারের প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তবে তিনি তাঁর পারফরম্যান্সের জন্য নিজে কৃতিত্ব নিতে অস্বীকার করলেন। সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসরের পর দলে সুযোগ পান সঞ্জু। সম্প্রতি পরপর দুটি ম্যাচে শতরান করার পরে ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে একটি বড় মন্তব্য করেছিলেন সঞ্জু। কৃতজ্ঞতা জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরকেও, কারণ তাঁরা তাঁকে জিম্বাবোয়ে সফরে এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পরেও সুযোগ দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪০ বলে শতরান করে তিনি সেই বিশ্বাসের মর্যাদা রেখেছিলেন। সেই ফর্মই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বজায় রাখেন স্যামসন।
গম্ভীর যদিও স্যামসনের ভালো পারফরম্যান্সের কৃতিত্ব নিতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি তাঁকে শুধু ‘সঠিক জায়গায় ব্যাট করতে’ দিয়েছেন। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে এক প্রেস কনফারেন্সে গম্ভীর বলেন, ‘মোটেই না; আমি মনে করি এতে আমার কোনও কৃতিত্ব নেই। আমি মনে করি এটা ওর ক্ষমতার পরিচয়। আমি শুধু ওকে সঠিক নম্বরে ব্যাট করার সুযোগ করে দিয়েছি এবং তাকে সমর্থন করেছি। আমি মনে করি শেষ পর্যন্ত এটি তার কঠোর পরিশ্রমের ফল। ভারতীয় ক্রিকেটের জন্য সে যা করছে তা কেবল শুরু; এটা শেষ না। আশা করি ও এই ফর্ম ধরে রাখতে পারবে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে স্যামসন ডারবানে প্রোটিয়াদের বিরুদ্ধে ২১৪ স্ট্রাইক রেটে ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। ক্রিজে থাকাকালীন ৭টি চার ও ১০টি ছক্কা হাঁকান তিনি। অন্য প্রান্ত থেকে অন্য খেলোয়াড়রা উইকেট হারাতে থাকলে তিনি লম্বা ইনিংস খেলেন।
অন্যদিকে গম্ভীর অন্যান্য তরুণ ক্রিকেটারদেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। এটা ভারতীয় ক্রিকেটের জন্য সর্বদা স্বাস্থ্যকর এবং ভালো একটি দিক।’ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে পরাজিত হতে হয় ভারতকে। সেই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। তবে শুধু তিনি নন, ব্যাট হাতে ব্যর্থ হয় সব ব্যাটসম্যানই। ম্যাচ ৩ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের সিরিজের পরের দুটি টি-২০ ম্যাচ রয়েছে ১৩ এবং ১৫ নভেম্বর।