ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন, সেই নিয়ে এই মূহূর্তে জল্পনা তুঙ্গে রয়েছে। টিম ইন্ডিয়ার কোচের হটসিটে কে বসবেন, আগামী কয়েকদিনের মধ্যেই তা পরিস্কার হয়ে যেতে চলেছে। আগামী জিম্বাবোয়ে সিরিজে ভাতীয় দলের অধিনায়ক হিসেবে সেদেশের কোচের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ। দীর্ঘদিন তিনি এনসিএ এবং বিভিন্ন সময় ভারতীয় দলের সঙ্গে কাজ করেছেন। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরবর্তী হেড কোচ হওয়ার দৌড়ে সবার আগেই রয়েছেন গৌতম গম্ভীর, যিনি এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছেন। এরই মধ্যে অতীতের এক ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন-দ্রাবিড়ের কোচিংয়ে জোড়া বিশ্বকাপ জয়! কোচের বিদায়বেলায় বিশেষ বার্তা আর্শদীপের
ভারতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন গৌতম গম্ভীর। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় দল, সেই দলে ছিলেন গৌতম গম্ভীর। এরপর ২০১১ বিশ্বকাপে যে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়, সেই দলও সেবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তখনও ভারতীয় দলের নির্ভরযোযগ্য সদস্য ছিলেন গম্ভীর। যদিও দিল্লির এই তারকা এখনও মনে রেখেছেন নিজের ছোটবেলার এক ম্যাচের কথা, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্য ব্যবধানের জন্য হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, সেদিন বাড়িতে খুব কেঁদে ছিলেন, বললেন গৌতি।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল আনবে আপনারও! দেখুন ভিডিয়ো
গৌতম গম্ভীর বলছেন, ‘১৯৯২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে ভারত মাত্র ১ রানে ম্যাচ হেরেছিল। সেই ম্যাচ দেখে আমি সারারাত কেঁদে ছিলাম।এরপর আর কখনও ওভাবে কান্না আসেনি, কিন্তু কেন জানিনা সেদিন খুব কেঁদে ছিলাম। আমি তখন মাত্র ১১ বছরের ছেলে, তখনই ভেবেছিলাম দেশের জন্য বিশ্বকাপ জিতব একদিন। সেই স্বপ্নই আমার পূরণ হয় ২০১১ সালে। আমার এখনও মনে আছে ভেঙ্কটপতি রাজুর রান আউট হওয়া এবং ভারতীয় দলের মাত্র এক রানে ম্যাচ হেরে যাওয়া। তখন ভোরবেলা ম্যাচ হত, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখতাম। সেদিনের মতো পরে কখনও কষ্ট পাইনি ম্যাচ হারের জন্য ’ ।
১৯৯২ সালের সেই বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে অস্ট্রেলিয়া ২৩৭ রান করলেও পরে ভারতের সামনে ৪৭ ওভারে ২৩৫ রানের টার্গেট ছিল। সেই ম্যাচে ৪ বলে ৫রান বাকি ছিল ভারতের জেতার, কিন্তু ভেঙ্কপতি রাজু আউট হয়ে যাওয়ায় ১ রানে ম্যাচ হেরে যায় ভারত।