নিজের কেরিয়ারে গৌতম গম্ভীর জিতেছেন দুটি আলাদা ফরম্যাটে বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ জিতিয়ে ছিলেন দেশকে ২০০৭ সালে, এরপর ২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তাঁর চলে যাওয়ার পর বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ম্যাচে বারবার চোক করতে দেখা গেছে ভারতীয় ওপেনারদের। নক আউটে কীভাবে মাথা ঠান্ডা করে খেলতে হবে, সেটাই যেন ঠিক মতো রপ্ত করতে পারেননি ওপেনাররা। দেশের মাটিতে ২০২৩ বিশ্বকাপেও সেই একই ধারা বজায় থেকেছে। বর্তমানে আইপিএলে ব্যস্ত তিনি। কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ নিয়ে গেছেন। এবার সামনে দলকে এক দশক পর জেতানোর চ্যালেঞ্জ। তাঁর আগে গৌতি মুখোমুখি হয়েছিলেন সঞ্চালক তথা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে, সেখানে এসেই যুবদের জন্য নাইটদের মেন্টর স্পষ্ট বার্তাই দিয়ে গেলেন, যাতে আইপিএল জাতীয় দলে ঢোকার শর্টকাট না হয় তাঁদের সামনে।
আরও পড়ুন-IPL-র স্বার্থে বড় আত্মত্যাগ ক্যারিবিয়ানদের, অধিনায়ককে ছাড়াই নামছে T20 সিরিজে
আইপিএল যখন প্রথম শুরু হয়েছিল, তখন বিনোদন ছিলেন প্রধান উদ্দেশ্য। কিন্তু বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সাপ্লাই লাইন হয়ে দাঁড়িয়েছে এই লিগ। তুলনায় কিছুটা হলেও পিছিয়ে পড়েছে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্ট। ভারতের বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীর বলছেন, আইপিএলের জন্য এখন বিশ্বক্রিকেটে এত উন্নতি হয়েছে ভারতের। দু-একটা দল ছাড়া কেউ মনে হয়না ভারতকে টক্কর দিতে পারবে, কিন্তু এত ভালোর মধ্যেও আইপিএলকে যেন জাতীয় দলের শর্টকাট রাস্তা হিসেবে যুব প্রজন্ম না বেছে নেয়, তাঁর জন্য ঘরোয়া ক্রিকেট আছে, বলছেন গৌতি।
আরও পড়ুন-যা করেছি,বেশ করেছি…অ্যাশেজে বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে বলছেন প্য়াট কামিন্স
রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌতি বলেছেন, ‘এই মূহূর্তে সব থেকে চিন্তায় বিষয় হচ্ছে, কতজন ক্রিকেটার আর আগের মতো টেস্ট ক্রিকেট খেলতে চায় ভারতের জন্য। আমি আশা করব আইপিএল ভারতের হয়ে খেলার শর্টকাট হয়ে যাবে না। এখন যখন আন্তর্জাতিক মঞ্চে টি২০ দলগুলিকে দেখি, তখন ২-৩টে দল ছাড়া কাউকেই ভারতের বিরুদ্ধে তেমন লড়াই দিতে দেখি না। কারণ দলগুলিতে এত ভালো মানের ক্রিকেটাররা নেই। তাই আমার মনে হয়, এখনকার দিনে আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে আইপিএল। ’ ।
আরও পড়ুন-IPL 2024-কোহলি একা নন, ধোনির সঙ্গে ড্রেসিংরুমে দেখা করতে যান এই প্রাক্তন RCB তারকাও
গম্ভীর আরও বলেন, ‘ ঘরোয়া ক্রিকেটারদের মান অনেক উন্নতি হয়েছে, তবে ওরা এখন টি২০ ক্রিকেটেই বেশি ফোকাস করছে’। এদিকে নিজের আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন করায় গৌতি বলেন, তিনি যা করেন নিয়মের মধ্যে থেকেই করেন। এটা তাঁর স্বভাব, যা বদলানো যাবে না। দলের জয় তাঁর কাছে গুরুত্বপূর্ণ, কারণ সকলে সেটাই দেখতে আসে। আর দল জিতলেই ড্রেসিং রুম খুশি থাকে।