বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজে জোড়া টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ঘরের মাঠেই খেলবে রোহিতরা। এই পাঁচটি টেস্ট আগামী বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর সিরিজের ওপর ফাইনালে ওঠার ভাগ্য ছাড়তে একদমই চাইবেন না গৌতম গম্ভীর বা রোহিত শর্মা কেউ। সেই জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই নিজেদের সেরা দল নামাচ্ছে টিম ইন্ডিয়া। ফলে প্রথম একাদশে সুযোগ হচ্ছে না ধ্রুব জুরেল, সরফরাজ খানের মতো তরুণ তুর্কিদের। রিজার্ভেই তাঁদের আপাতত বসতে হচ্ছে, বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।
টেস্টে ৫০টি ম্যাচ খেলা হয়েছে গেছে লোকেশ রাহুলের। হায়দরাবাদ টেস্টে ৮০ রানের ইনিংস খেলার পর চোটের জন্য ছিটকে গেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার আর টেস্ট দলে তাঁকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নেওয়া হয়নি। স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই তাঁর অভিজ্ঞতাকে পুঁজি করে ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে রাহুলকে খেলানোর।
প্রায় দুবছর পর ফের টেস্টে ভারতীয় দলের জার্সিতে বৃহস্পতিবার নামতে চলেছেন ঋষভ পন্তও। ২০২২ সালের ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর পন্ত সিমিত ওভারের ফরম্যাটে প্রায় দেড় বছর পর ফিরলেও টেস্টে কামব্যাক হবে বৃহস্পতিবারই। ম্যাচের আগেই এই দুই ক্রিকেটারকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।
আগেই অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, লোকেশ রাহুলকে তাঁরা খেলাবেন প্রথম টেস্টে। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি ভারতীয় দল থেকে বাদ পড়লেন জুরেল-সরফরাজরা? কারণ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স ছিল জুরেলের। যদিও গৌতির সাফ কথা, কখনও কখনও ক্রিকেটারদের অপেক্ষা করতেও জানতে হয়।
ভারতীয় দলের হেড কোচ নিজের প্রথম টেস্ট সিরিজের আগে বলছেন, ‘আমরা কোনও ক্রিকেটারকেই বাদ দিই না। আমরা শুধুই আমাদের সেরা একাদশ বেছে নিই, যারা দলের কম্বিনেশন অনুযায়ী ফিট। আমরা সেরা একাদশ বাছাইয়ে বিশ্বাসি। জুরেল খুবই ভালো ক্রিকেটার, কিন্তু পন্ত যখন ফিরছে তখন ওকে একটু অপেক্ষা করতে হবে। সরফরাজের ক্ষেত্রেও বিষয়টা তেমনই। সুযোগ অবশ্যই আসবে, কিন্তু কখনও কখনও মানুষকে অপেক্ষা করতেও হয় ’।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
এক্ষেত্রে বলাই বাহুল্য, গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার প্রধান টার্গেট বর্ডার গাভাসকর ট্রফিই। কারণ সেই সিরিজ ভারতের কাছে সম্মানের। সেই সিরিজের আগে ভারতের অভিজ্ঞ লাইন আপকে ছন্দে ফেরাতেই রাহুল-ঋষভদের সুযোগ দিয়ে দেখে নিতে চাইছে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক। এক্ষেত্রে মনে রাখতে হবে, কয়েক বছর আগে অজিদের মাঠে ম্যাচ জেতানো ইনিংস খেলে গাব্বায় ইতিহাস রচনা করেছিলেন পন্ত।