ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছাতে শুরু করেছেন। আগেই লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেলরা সেদেশে গেছিলেন ভারতীয় এ দলের হয়ে ম্যাচ খেলতে। এরপর বিরাট কোহলিও সেখানে পৌঁছে যান সিনিয়রদের মধ্যে সবার আগে। বাকি দলও গেছে। বর্ডার গাভাসকর ট্রফি এমনিতে টিম ইন্ডিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটের বর্তমান গরিমা এবং অহঙ্কার। যেটা গত দুই সিরিজে অজিদের ডেরায় গিয়ে দখল করেছে বিরাটরা।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
দুই ক্রিকেটারের স্কোয়াডে সুযোগ নিয়ে বিতর্ক-
ভারতীয় ক্রিকেট দলের যে দুই ক্রিকেটারকে নিয়ে এত কথা উঠছে সেই নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা, দুজনেই উঠে এসেছেন মূলত আইপিএল থেকে। সেখানেই একজন হায়দরাবাদ, অপরজন কলকাতার হয়ে খেলে নজরে এসেছিলেন। এরপর সরাসরি সিমিত ওভারের স্কোয়াডে ডাকের পর এখন তাঁদেরই নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বর্ডার গাভাসকর ট্রফি খেলতে।
অস্ট্রেলিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ-
এবারের অজি সফর অবশ্য টিম ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ আরও এক কারণে। বিরাট কোহলি, রোহিত শর্মারা যদি এই সিরিজে চারটি টেস্ট জিততে পারে তাহলে তাঁরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে, অন্যথায় ছিটকে যেতে হবে। কারণ নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হওয়ায়, ভারতের পয়েন্টের শতাংশ এখন অনেক কমে গেছে। তবে এই সিরিজে দুই অনভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
স্কোয়াডে সুযোগ পাননি শার্দুল-
অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডিকে নিয়ে যাওয়া হলেও শার্দুল ঠাকুরকে নিয়ে যাওয়া হয়নি অস্ট্রেলিয়া। অথছ সেনা দেশগুলোয় তাঁর পারফরমেন্স যথেষ্টই ভালো ছিল। গান্নাতে টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরানের পাশাপাশি তিনি নিয়েছিলেন ম্যাচে সাত উইকেট, সেই টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ২০২১ সালে ওভালে মাত্র ৩৬ বলে করেছিলেন রান, সেটাই ছিল ইংল্যান্ডের দ্রুততম অর্ধশতরান। এছাড়াও দঃ আফ্রিকার ওয়ান্ডারার্সের ফাইভ উইকেট হল রয়েছে তাঁর। অথচ তার পরিবর্তে কেন নীতীশ, রানাদের সুযোগ? উত্তর দিলেন গম্ভীর।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
নীতীশ রেড্ডিকে নিয়ে গম্ভীর-
ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর বলছেন, ‘আমরা আমাদের সেরা স্কোয়াডই বেছে নিয়েছি, যাদের থেকে আমরা সেরাটা পাব বলে মনে করি। নীতীশ রেড্ডি কতটা প্রতিভাবান আমরা সকলেই জানি, তাই ও যদি সুযোগ পায় নিশ্চয় সেটা কাজে লাগিয়ে ভালো কিছু করে দেখাতে পারবে বলে আমাদের বিশ্বাস ’।
হর্ষিত রানা প্রসঙ্গে গম্ভীর-
হর্ষিত রানা প্রসঙ্গত, গৌতম গম্ভীর বলছেন, ‘আমরা রানাকে দেখেছি অসমের বিরুদ্ধে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে খেলেছে। আমরা চাইনি ওকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলানোর জন্য সেদেশে আগে পাঠাতে। তাই ওকে দলের সঙ্গেই নিয়ে যাওয়া হচ্ছে ’। ২২ তারিখ থেকে পার্থ-এ শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।