আইসিসি টি২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে আর রোহিত, বিরাটদের হেডস্যার হতে চাননি রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপ জয় অবশ্যই রাহুল দ্রাবিড়ের মূকুটে একটি পালকের মতো। ২০০৩ বিশ্বকাপে হয়নি, ২০২৩ বিশ্বকাপেও হয়নি। তবে ২০২৪ টি২০ বিশ্বকাপে অবশেষে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। এরই মধ্যে পরবর্তী কোচ নিয়ে সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছে বিসিসিআই। প্রত্যাশা মতোই রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের পরবর্তী কোচ হতে চলেছেন দুবারের বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীর, প্রবল সম্ভাবনা ঠিক তেমনই, তবে তাঁর নাম ঘোষণা করতে কেন এত দেরি? জানা গেল আসল কারণ।
বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির অশোক মলহোত্রা, জতিন পরজনপে এবং সুলক্ষণা নায়েক ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ ইন্টারভিউ নিয়েছে কোচের পদের জন্য। আরেক বর্ষিয়ান কোচ ডাব্লু ভি রমন এই পদের জন্য আবদেন জানালেও সূত্রের খবর গৌতম গম্ভীরকেই এই কমিটি এগিয়ে রেখেছেন। এক দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী খবর, আর্থিক বিষয়টি নিয়ে এখনও গৌতম গম্ভীরের সঙ্গে বনিবনা হয়নি বিসিসিআইয়ের, সেই কারণেই আটকে রয়েছে কোচের নাম ঘোষণার প্রক্রিয়া।
বর্তমানে জিম্ববোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে গেছেন এনসিএর দায়িত্ব থাকা ভিভিএস লক্ষ্মণ। ফলে পরের সিরিজ থেকে টিম ইন্ডিয়া কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। তারই মাঝে গৌতির সঙ্গে টাকা পয়সার বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চলেছে বিসিসিআই। এর আগে রাহুল দ্রাবিড়ের পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকা, এক্ষেত্রে গৌতম গম্ভীররে আরও বেশি টাকা পেতে পারেন। তবে বিসিসিআই যখন বিজ্ঞাপন দিয়েছিল তখন সেখানে বলা হয়েছিল, আর্থিক বিষয়টি অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেওয়া হবে। সেখানে গৌতম গম্ভীর অতীতে কোনও জাতীয় দলের দায়িত্ব না সামলানো সত্ত্বেও বিশাল পারিশ্রমিক নিলে প্রশ্ন উঠতে পারে, সেই জন্যই চুক্তির অর্থ নিয়ে এখনও টালবাহানা চলছে।
বোর্ড সূত্রে খবর, দ্রুতই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে, কারণ আলোচনা একদমই চূড়ান্ত পর্যায় রয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর পদ সামলানোর পর কলকাতা নাইট রাইডার্সের চলতি বছরে যোগ দিয়েই কেকেআরকে ১০ বছর পর আইপিএল ট্রফি জিতিয়েছেন মেন্টর গম্ভীর। সেই দেখেই মূলত কোচের পদের জন্য গৌতিকে পেতে চেয়েছিল বোর্ড কর্তাদের বড় অংশ। তিনিও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সেই মতো ক্রিকেট পরামর্শদাতা কমিটিকে জানিয়েছিলেন।