বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-অধিনায়কত্ব নিয়ে পিটারসনের তুলোধনা করলেন গৌতি, প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা

IPL 2024-অধিনায়কত্ব নিয়ে পিটারসনের তুলোধনা করলেন গৌতি, প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা

রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীর। ছবি- এএফপি (AFP)

কদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক কেভিন পিটারসন। পাল্টা নিজের অধিনায়কত্ব নিয়েই গৌতির কাছে ঝাড় খান,কেপি অবশ্য স্বীকার করছেন অধিনায়ক হিসেবে নিজের ব্যর্থতা। 

চলতি আইপিএলে বারবার উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিং রুমে হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমস্যার কথা। গুজরাট টাইটান্স থেকে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সে অনেক আশা করে আনা হলেও তিনি অধিনায়ক হিসেবে এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, অন্তত পরিসংখ্যান সেকথাই বলছে। এরই মধ্যে মুম্বই শিবিরের অন্দরেও রয়েছে প্রচুর অশান্তি। যেমন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের সঙ্গে কার্যত মুখ দেখাদেখি বন্ধ রয়েছে হার্দিক পান্ডিয়ার, অন্তত গুঞ্জন তেমনটাই। দল আগেই আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেছে। কদিন আগে ড্রেসিং রুমে তিলক বর্মার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন হার্দিক। বুমরাহর মতো সিনিয়র ক্রিকেটাররা তাঁকে মানছেন না, এমন জল্পনাও তৈরি হয়েছিল। ব্যাটেও রান ছিল না তাঁর। নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর অবশ্য শুধু এবারের পারফরমেন্সের ওপর ভিত্তি করে হার্দিককে মার্কস দিতে নারাজ। বরং গত দুবছরের সাফল্য বিচার করলে হার্দিক যে মোটেই খুব খারাপ অধিনায়ক নয়, সেটাই বলতে চেয়েছে তিনি।

আরও পড়ুন-IPL 2024- ইমপ্যাক্ট প্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে

মুম্বই ইন্ডিয়ান্সে লাগাতার বিতর্কে মধ্যে হার্দিকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলে কিছু সময়ের জন্য অধিনায়কত্ব সামলানো ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসন, পাল্টা হার্দিকের পাশে দাঁড়িয়ে এবার তাঁর অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন গৌতম গম্ভীর। যা শুনে কেপি অবশ্য নিজেই স্বীকার করে নিয়েছেন নিজের ব্যর্থতার কথা। কারণ ঠোঁটকাটা গৌতম পাল্টা যে পরিসংখ্যান নিয়ে কথা বলেছেন, তাতে পিটারসনের সেভাবে কিছুই বলার নেই। অবশ্য এবি ডিভিলিয়ার্সও হার্দিকের সমালোচনা করতে গিয়ে গৌতির থেকে পাল্টা জবাব পেয়েছেন।

আরও পড়ুন-IPL 2024 - প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের

গৌতম গম্ভীরকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় হার্দিক পান্ডিয়াকে নিয়ে। সেখানেই নাইট মেন্টর বলেন, 'যারা হার্দিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে তাঁদের অধিনায়কত্বের পারফরমেন্স আরও খারাপ। নিজেরাই সত্যিকারের নেতা নন'। এর পাল্টা কেভিন পিটারসন সোশাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, 'গৌতি কোনও ভুল কথা বলেনি, আমি সত্যিই খারাপ অধিনায়ক ছিলাম'।

আরও পড়ুন-IPL 2024-জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো

উল্লেখ্য এবি ডিভিলিয়ার্স বলেছিলেন হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের মধ্যে একটা ইগো চলে আসছে, যা তাঁর খেলোয়াড়দের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কেভিন পিটারসন বলেছিলেন, অধিনায়ক হিসেবে অকারণে হাসছেন হার্দিক, যখন হাসার মতো পরিস্থিতি নয়। এরই পাল্টা দিলেন গম্ভীর। কারণ কেপির ট্র্যাক রেকর্ড বলছে, ২০০৯ সালে ৬টি ম্যাচের মধ্যে আরসিবির অধিনায়ক হিসেবে জিতেছিলেন ২টি ম্যাচ। এরপর ২০১৪ সালে তাঁর অধিনায়কত্বে দিল্লি ডেয়ারডেভিলস শেষ করে লিগের তলানিতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.