আজ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজ। এই সিরিজেই প্রথমবার পাকাপাকিভাবে অধিনায়কত্বের সুযোগ পাচ্ছেন সূর্যকুমার যাদব, এর আগে কয়েকটি সিরিজে সুযোগ পেলেও এটাই প্রথম অফিশিয়াল দ্বিপাক্ষিক সিরিজ অধিনায়ক হিসেবে। নতুন কোচ গৌতম গম্ভীরেরও এই সিরিজ প্রথম। নিজের ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের পথ চলা শুরু হবে শনিবারই। বেজায় সিরিয়াস গৌতম গম্ভীরের অবশ্য নতুন টি২০ অধিনায়ককে নিয়ে একটা আক্ষেপ রয়েছে, আগামী দিনে সেই আক্ষেপ মিটিয়ে ফেলতে চান ভারতের দুবারের বিশ্বকাপজয়ী এই তারকা। ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবও বলছেন, আগামী দিনে গৌতি গম্ভীরকে আক্ষেপ মিটিয়ে নিতে। নিজে কোচ হয়ে আসার পর সূর্যকে অধিনায়কত্বের হটসিটে বসিয়েছেন গম্ভীরই।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে পতাকা বহন করলেন সিন্ধু-শরথরা! অতীতে কারা পেয়েছেন এই দায়িত্ব, জেনে নিন
গৌতম গম্ভীর এক সংবাদমাধ্যমে কেকেআরে নিজে অধিনায়ক থাকাকালীন সূর্যকুমার যাদবকে সেভাবে ব্যবহার করতে পারেননি বলে জানান। তাঁর কথায়, ‘একজন নেতার আসল কাজ হচ্ছে প্রতিভা খুঁজে বের করা এবং সেটা গোটা বিশ্বের সামনে প্রতিষ্ঠা করা। যদি অধিনায়ক হিসেবে আমার কোনও আক্ষেপ থেকে থাকে, তাহলে সেটা হল কেকেআরে সাত বছরের অধিনায়কত্বে আমি সূর্যকুমার যাদবকে ঠিকভাবে ব্যবহার করতে পারিনি, দলের কম্বিনেশনের কারণে’ ।
আরও পড়ুন-বদলা নিতে চান! তাই মোহনবাগানের বাতিল হেক্টর যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে!
এই নিয়ে ভারতীয় দলে নবনিযুক্ত টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে বলেন, ‘তাহলে এখন ব্যবহার করবে ঠিকভাবে। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। আমরা কথা বলেছি। আমরা একে অপরে শরীরি ভাষা দেখেই বুঝতে পারি কে কি বলতে চাইছি বা করতে চাইছি। অনেক সময় মুখে কিছু বলতেও হয়না, আমি বুঝে যায় উনি কি বলতে চাইছে। তাই এই নতুন যাত্রার জন্য আমি মুখিয়ে রয়েছি। ’ ।
আরও পড়ুন-বিরাট, রোহিত না ধোনি, সেরা অধিনায়ক কে? বুমরাহ বললেন এদের কেউ নন, তিনিই সেরা!
রোহিত শর্মা টি২০ অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাহলে দল কি এবার চলবে তাঁর মতো করেই? সূর্যকুমার যাদব কিন্তু বলছেন, ‘কোনও কিছুই বদলাবে না। একই ট্রেন চলতে থাকবে, শুধুই ইঞ্জিনটা বদলেছে। ট্রেনের বগি সবই এক আছে, তাই একইরকমের ক্রিকেট দল খেলবে। অধিনায়কের বাড়তি দায়িত্ব পেয়েছি, তবে তাতে খুব বড় কিছু পরিবর্তন হয়নি আমার। এখন একটু ওয়াক দ্য টক করতে পারব, এই যা ’। গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর জুটি কেমন ডানা বাঁধে সেদিকেই নজর থাকবে সকলের। কারণ হার্দিককে পিছনে ফেলে সূর্যর অধিনায়ক হওয়ার পিছনে অবদান রয়েছে নয়া হেড কোচের।