'যিনি শেষ রানটা করেন, তিনিই আদতে ম্যাচটা জেতান' - এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের মধ্যে এরকম মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলের শিকার হলেন গৌতম গম্ভীর। নেটিজেনদের একাংশের বক্তব্য, শনিবার গম্ভীর যে কথা বলেছেন, সেটার তো ঠিক উলটো কথা বলে থাকেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের ক্ষেত্রে। একদিনের বিশ্বকাপের ফাইনালে তিনি ৯৭ রান করলেও মহেন্দ্র সিং ধোনির জয়সূচক ছক্কার জন্য প্রাক্তন ভারতীয় অধিনায়ককে যাবতীয় কৃতিত্ব দেওয়া হয় এবং তাঁর ইনিংসকে ছাপিয়ে ধোনির সেই ছক্কাকে মহিমান্বিত করা হয় বলে একাধিকবার অভিযোগ তুলেছেন গম্ভীর। আর সেই তিনি জয়সূচক শট মারা খেলোয়াড়কে যাবতীয় প্রশংসা দেওয়ার জন্য খোঁচা দিতে ছাড়েননি নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে গম্ভীরকে খোঁচা দিয়েছেন নেটিজেনরা, তাতে ২০১০ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের (ডাম্বুলা) প্রেক্ষিতে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘আসলে আমি জেতায়নি, হরভজন সিং জিতিয়েছিলেন। আমার এবং ধোনির মধ্যে জুটি তৈরি হয়েছিল। তবে আমার মতে, যিনি শেষ রানটা করেন, তিনি ম্যাচটা জেতান।’
আরও পড়ুন: IND vs PAK: ওটা কোনও শটই ছিল না- সুযোগ বুঝে আউট নিয়ে কোহলির উপর গায়ের জ্বালা মেটালেন গম্ভীর
২০১০ সালে যে ম্যাচের কথা বলছিলেন গম্ভীর, সেই ম্যাচে তিন উইকেট পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৭ রানে অল-আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। এক বল বাকি থাকতে সেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৮৩ রান করেছিলেন গম্ভীর। ৫৬ রান করেছিলেন ধোনি। তৃতীয় উইকেটে ধোনি এবং গম্ভীরের মধ্যে ৯৮ রানের জুটি হয়েছিল। তবে পরবর্তীতে চাপে পড়ে গিয়েছিল ভারত। শেষপর্যন্ত ৫০ তম ওভারে পঞ্চম বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়েছিলেন হরভজন।
তবে সেই ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের স্মৃতি রোমন্থনের পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে ট্রোল করেন নেটিজেনদের একাংশ। গম্ভীরের মন্তব্যের ভিডিয়ো টুইট করে এক নেটিজেন বলেন, ‘২০১০ সালের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের জয় নিয়ে গৌতম গম্ভীরের মতামত এটা।’ অপর এক নেটিজেন আবার বলেন, ‘জয়সূচক রান নিয়ে কথা বলছেন গৌতম গম্ভীর।’ ওই টুইটের সঙ্গে আলতো হাসির স্মাইলিও দেন ওই নেটিজেন। একজন বলেন, ‘যাক! ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল নিয়ে যাবতীয় বিতর্ক শেষ হয়ে গেল।’ অপর একজন বলেন, 'আজ গম্ভীর এই কথাটা বলেছেন। আর ২০১১ সালের বিশ্বকাপে ম্যাচের পুরস্কার নিয়ে কাঁদেন।'
উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। পরে চতুর্থ উইকেটে ১১৮ বলে ধোনি এবং গম্ভীরের ১০৯ রানের জুটিতে ম্যাচ পুরোপুরি ভারতের হাতে চলে এসেছিল। কিন্তু ভারতকে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি গম্ভীর। ৯৭ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে অপরাজিত ৯১ রান করে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ধোনি। আর তাঁর সেই জয়সূচক ছক্কাটা তো আইকনিক হয়ে গিয়েছে।