শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে টি-২০ ফর্ম্যাট আসার পরে ক্রিকেট খেলাটা অনেকটাই ব্যাটারদের পক্ষে সুবিধাজনক হয়ে গিয়েছে। বোলারদের উপর ব্যাটারদের দাপট এখন দেখা যাচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রায় সর্বত্রই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও সাম্প্রতিক কালে এমন বেশ কিছু নিয়ম চালু করেছে যার ফলে পরিস্থিতি বেশ কঠিন হয়েছে বোলারদের জন্য। আরো সুবিধা হয়েছে ব্যাটারদের।
আর এমন আবহেই আইসিসির প্রতি তাদের একটি নয়া নিয়ম বদল করার আর্জি জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। তাঁর মতে দুটি নতুন বলে যে নয়া নিয়ম আইসিসি চালু করেছে তা অত্যন্ত অনুচিত, একেবারেই সঠিক নিয়ম নয়।
গৌতম গম্ভীরের মতে সাদা বলের ফর্ম্যাটে এই দুটি নতুন বলের নিয়ম স্পিনার বিশেষ করে ফিঙ্গার স্পিনারের ক্ষেত্রে খুব অসুবিধাজনক। ২০১১ সালের অক্টোবর মাসে আইসিসি এই নয়া চালু করেছিল ওয়ান ডে ফর্ম্যাটে। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে গম্ভীর তাঁর মতামত একেবারে স্পষ্ট করে জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, 'আমি ঠিক জানি না এই স্পিরিট অফ ক্রিকেট বিষয়টা কি। কারণ সবাই তো ক্রিকেটের সঠিক স্পিরিটেই ক্রিকেটটা খেলে। যখন নিয়ম থাকবে তখন সঠিক স্পিরিট তো থাকবেই। তবে একটা বিষয় আমি অবশ্যই পরিবর্তন করতে চাইব। আর তা হল দুটো নতুন বলের নিয়ম (ওয়ান ডেতে)।'
তিনি আরো যোগ করেন, 'আমি সদা বলের ক্রিকেটে এক ইনিংসে এই দুটো নতুন বলের নিয়মটা বদলাতে চাইব। কারণ এটা ফিঙ্গার স্পিনারের জন্য অত্যন্ত অন্যায়মূলক একটা নিয়ম। খুব অনুচিত। কারণ এই ফর্ম্যাটে একজন স্পিনারের জন্য কার্যত কোন নিয়ম নেই। আইসিসির কাজটা কিন্তু হল প্রত্যেকের যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা যাতে সঠিক ভাবে সবাই সমানভাবে দেখানোর সুযোগ পায় তার ব্যবস্থা করা। একটা নির্দিষ্ট বিভাগের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়াটা একেবারেই অনুচিত। সাদা বলের ফর্ম্যাটে এই মুহূর্তে আমরা খুব কম ফিঙ্গার স্পিনারদেরকেই দেখতে পাই। কারণটা কি? এতে কিন্তু ওদের দোষ নেই। এর দায়ভার, দোষ আইসিসিকেই নিতে হবে। আমি যে নিয়মটা এই কারণে বদলাতে চাই তা হল ব্যাট ও বলের লড়াইকে আরো রোমাঞ্চকর করতে দুটো নতুন বলের নিয়মে বদল আনা।'