ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। জল্পনার অবসান হয়েছে। দৌড়ে ডাব্লু ভি রমন থাকলেও তাঁকে পিছনে ফেলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচের হটসিটে বসেছেন গৌতি। এবার তাঁর কাজ বাকি সাপোর্ট স্টাফদের বাছাই করার। আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকেই কোচ হিসেবে কাজ শুরু করে দিচ্ছেন গৌতম গম্ভীর। অতীতে কখনও ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে এতটা সাজো সাজো রব দেখা যায়নি। গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে সব লাইমলাইটই যেন পড়ে তাঁর ওপর। গত মাসেই টি২০ বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়। এরপর চলতি সপ্তাহেই সেই পদে আনা হয় ভারতের দুটি বিশ্বকাপ জয়ের নায়ক গৌতম গম্ভীরকে। এবার বোলিং কোচ হিসেবে বিদেশি তারকার দিকেই ঝুঁকলেন তিনি।
এমনিতে বিসিসিআই আগেই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে স্বদেশি কারোর ওপরই আস্থা রাখবে বোর্ড। সেই মতো গৌতম গম্ভীর কোচ হন। এবার বাকি সাপোর্ট স্টাফও স্বদেশি হলে ভালো হয়, মত বোর্ডের। যদিও গম্ভীর আগেই বলেছিলেন তিনি সাপোর্ট স্টাফ বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীনতা চান। সেই মতো শোনা গেছিল, বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম প্রস্তাবও করেছিলেন তিনি, যদিও তাতে সায় দেওয়া হয়নি। এবার ভারতীয় দলের বোলিং কোচের পদের জন্য প্রোটিয়াদের প্রাক্তন পেসার মর্নি মরকেলের নাম বিবেচনা করতে বোর্ডকে জানিয়েছেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স দলে অতীতে একসঙ্গে খেলেছেন এই দুই ক্রিকেটার। আইপিএলজয়ী দলেরও সদস্য ছিলেন দুজনে। এছাড়াও মর্নি মরকেলের সঙ্গে লখনউতে মেন্টর থাকাকালীন কাজ করেছেন গৌতম গম্ভীর।
গতবছর ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরকেল। দেশের জার্সিতে ৮৮টি টেস্ট ম্যাচের পাশাপাশি ১১৭টি ওডিআই ম্যাচ এবং ৪৪টি টি২০ ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে এই প্রোটিয়া পেসার। ২০১৮ সালে ক্রিকেট কেরিয়ার শেষ করেন তিনি। নিজের বোলিং কেরিয়ারে ডেল স্টেইনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা পেসার ছিলেন মরকেল। গৌতম গম্ভীর তাঁর নাম সুপারিশ করলেও এখনও মরকেলকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। কারণ ভারতীয় বিশ্বকাপজয়ী তারকা জাহিন খানকেও বোলিং কোচ করার ভাবনা রয়েছে বিসিসিআইয়ের।
এদিকে রায়ান টেন ডোয়েস্কাটের নাম ফিল্ডিং কোচ হিসেবে ভেসে থাকলেও বিসিসিআই চাইছে রাহুল দ্রাবিড়ের মেয়াদকালে দলের দায়িত্ব সামলানো টি দিলীপকেই ফের একবার ফিল্ডিং কোচের দায়িত্ব দিতে। দ্রুতই এই নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই, কারণ শ্রীলঙ্কা সিরিজ থেকেই পুরো টিম নিয়ে কাজ করতে চান গৌতি।