চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অতীত, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরে লক্ষ্য পরবর্তী বড় চ্যালেঞ্জের দিকে। গৌতির টার্গেট এখন ইংল্যান্ডের টেস্ট সফর। জুনের শেষের দিকে শুরু হতে যাওয়া এই সিরিজ নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা করবে। তবে তার আগে দীর্ঘ ও ক্লান্তিকর আইপিএল ২০২৫ মরশুম অনুষ্ঠিত হবে। এর মধ্যেই গম্ভীরের কাছে দল নির্বাচন নিয়ে একটি চমকপ্রদ পরামর্শ এসেছে।
গম্ভীরের জন্য সিধুর পরামর্শ
স্পোর্টস টুডে-তে কথা বলতে গিয়ে, গৌতম গম্ভীরকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ট্রাম্প কার্ড’ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তার মতে, এর ফলে বেন স্টোকসের দলের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা বাড়াবে। সিধু মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মিস্ট্রি স্পিন’-কে ব্যবহার করা উচিত এবং এর ওপর গম্ভীরের ভরসা করা উচিত। আর সেই কারণে গম্ভীরের দলে বরুণ চক্রবর্তীর থাকা উচিত।
সিধু বলেন, ‘মিস্ট্রি স্পিনাররা ইংল্যান্ডের দুর্বলতা। এটা তাদের একেবারে স্পর্শকাতর জায়গা। আপনি কি বরুণ চক্রবর্তীকে বাদ দেবেন? না, আপনাকে ওকে খেলাতেই হবে। অথবা আপনি কুলদীপ যাদবকে খেলাবেন, যার দুর্দান্ত ডেলিভারিগুলো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পড়তে পারবে না।’
আরও পড়ুন … ‘ফিনিশার’ তকমা সরিয়ে নিজেকে মানসম্পন্ন ব্যাটার প্রমাণ করুক… IPL 2025 পন্তের সামনে কঠিন চ্যালেঞ্জ
উল্লেখযোগ্যভাবে, বরুণ চক্রবর্তী মাত্র তিনটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা বোলার হিসেবে আবির্ভূত হন। তিনি ৯টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে একটি পাঁচ উইকেট শিকার করেছিলেন, আর তার ইকোনমি রেট ছিল পাঁচের নীচে।
তবে, অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বরুণকে টেস্ট সফরের জন্য বিবেচনা করবে বলে মনে হচ্ছে না। কারণ, বরুণ এখনও পর্যন্ত মাত্র একটিই ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন, সেটিও ২০১৮ সালে।
আরও পড়ুন … The Hundred 2025 Draft: কেন কোনও পাকিস্তানি খেলোয়াড় দল পেলেন না? সামনে এল একাধিক কারণ
ইংল্যান্ড সফরের জন্য গম্ভীরের পরিকল্পনা
টাইমস অফ ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর ইতিমধ্যেই ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতির পরিকল্পনা তৈরি করেছেন। মূল দলের পাঁচ ম্যাচের সিরিজের আগে ভারত ‘এ’ দল ইংল্যান্ড সফরে যাবে এবং সেই সফরে গম্ভীরও দলের সঙ্গে থাকবেন।
আরও পড়ুন … এটা যেন একটা জঙ্গল… CT 2025-তে পাকিস্তানের ব্যর্থতার পরে প্রাক্তন পাক কোচের গলায় PCB-র কড়া সমালোচনা
এক বিসিসিআই সূত্র জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকেই গম্ভীর বিসিসিআই-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন, যাতে রিজার্ভ পুলের খেলোয়াড়দের ভালোভাবে মূল্যায়ন করা যায়।’ সূত্রটি আরও যোগ করে বলেছেন, ‘গম্ভীরের কিছু ওয়াইল্ডকার্ড খেলোয়াড়ের প্রতি আস্থা রাখার ফলেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাই ভবিষ্যতে দল গঠনের ক্ষেত্রে তার প্রভাব আরও বাড়তে পারে।’