শুভব্রত মুখার্জি:- গত মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ দলকে হারিয়ে তারা দীর্ঘদিন বাদে শিরোপা জয়ের স্বাদ পায়। এটি কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে তৃতীয় আইপিএলের ট্রফি। তাদের এই ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই বছরেই কলকাতা দলে অন্যতম কোচিং স্টাফ হিসেবে যুক্ত হওয়া গৌতম গম্ভীর। তাঁর এই সাফল্যের পরেই অনেকেই আশা করেছিলেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে পারেন গম্ভীর। সেই আশা পূরণ হয়েছে। জল্পনা বাস্তবায়িত হয়েছে। জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। কেকেআরকে ছেড়ে গেলেও যে এই ফ্র্যাঞ্চাইজি তাঁর হৃদয়ে বিরাজ করে তার ফের একবার প্রমাণ দিলেন তিনি। ভারতীয় দলের কোচ হওয়ার পরে তিনি আবেগঘন বার্তা দিলেন কেকেআর এবং তাদের সমর্থকদের প্রতি।
আরও পড়ুন… Euro 2024 Final: রেকর্ড চতুর্থবার ইউরোপ সেরা স্পেন, ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে
৯ জুলাই ভারতীয় দলের নয়া কোচ হিসেবে অফিসিয়ালি দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হিসেবে তিনি আগামী ২৭ জুলাই থেকে কাজ শুরু করবেন। ভারতের শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর চ্যালেঞ্জ নেওয়া। জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে কেকেআরকে ছেড়ে আসতে হয়েছে তাঁকে। সেই ফ্র্যাঞ্চাইজি এবং তাঁর সমর্থকদেরকে কুর্ণিশ জানিয়ে গৌতম গম্ভীর একটি দুই মিনিট ৩০ সেকেন্ডের ভিডিয়ো তৈরি করেছেন। যার মধ্যে দিয়ে তিনি আবেগঘন বার্তা দিয়েছেন কলকাতার সমর্থকদের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও এই ভিডিয়োর মধ্যে দিয়ে তিনি কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন… ভারত যদি Champions Trophy 2025 খেলতে পাকিস্তানে না যায় তাহলে… BCCI ও ICC কে হুমকি দিচ্ছে PCB-রিপোর্ট
গম্ভীর এই ভিডিয়ো তাঁর অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘চল কলকাতা। একটা নতুন লিগ্যাসি তৈরি করা যাক। (কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খান , ভারতীয় ক্রিকেট দলকে এই পোস্টে ট্যাগ করেন)। কলকাতা এবং তাঁর সমর্থকদের এই ভিডিয়োটি উৎসর্গ করা হল। ধন্যবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।’ ক্যাপশনে এই লেখাটি লিখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন গম্ভীর।
আরও পড়ুন… শর্ট ফাইন থেকে থ্রো করে নন স্ট্রাইকার এন্ডে রাজাকে রান আউট করলেন শিবম! দেখুন চমকপ্রদ ভিডিয়ো
গম্ভীর ভিডিয়োতে বলেছেন, ‘আমি যখন হাসি তখন তোমরা (কলকাতা এবং কলকাতার সমর্থকদের জন্য) ও হেসেছ। আমি কাঁদি যখন তোমরা কেঁদেছ। আমি স্বপ্ন দেখি যখন তোমরাও স্বপ্ন দেখেছ। আমি তোমাদের সঙ্গেই কৃতিত্ব অর্জন করেছি। আমি তোমাদের বিশ্বাস করি। তোমাদের উপর আস্থা রেখেছি। আমি তোমাদের একজন হয়ে উঠেছি কলকাতা। আমি এখন বুঝতে পারছি আমি তোমাদের একজন হয়ে উঠেছি। আমি তোমার কষ্টটা জানি। আমি জানি কোথায় লাগে এই আঘাতটা। প্রত্যাখান তোমাদের মত আমাকে আশাহত হতে শেখায়নি। কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে। তবে আমাকে এখনও হারাতে পারেনি। ওঁরা সবাই আমাকে জনপ্রিয় হতে বলে। আমি ওদেরকে বলি জয়ী হও। আমি তোমাদের সঙ্গে রয়েছি। এখানকার শব্দ, অলিগলি, রাস্তার জ্যাম সবকিছু আমাকে মনে করায় আমি কেমন উপলব্ধি করছি। আমি শুনতে পাই তুমি কী বলছ। তবে আমি জানি তুমি কী বলতে চাইছ। আমি জানি তোমরা আবেগী। আর আমিও কিন্তু আবেগী। আমরা একটা দৃঢ় বন্ধনের মতন। আমরা যেন একটা গল্প। আমরা দিনের শেষে একটা দল।’ এইভাবেই আড়াই মিনিটের এই ভিডিয়োতে কলকাতা নাইট রাইডার্স এবং তাদের সমর্থকদের প্রতি নিজের আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় দলের বর্তমান হেড স্যার গৌতম গম্ভীর।