বড় শট খেলার ক্ষমতা যে রয়েছে, সেটা আগেও প্রমাণ করেছেন আর্শদীপ সিং। তবে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ম্যাচ ফিনিশ করার মানসিকতা এখনও রপ্ত করতে পারেননি তিনি। টেল এন্ডার হিসেবে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক ঝুঁকি নিয়ে আউট হওয়ার প্রবণতা ফের একবার ধরা পড়ল আর্শদীপের খেলায়।
চিপকে ইংল্যান্ডের ঝুলিয়ে দেওয়া টার্গেটে পৌঁছনোর পথে রীতিমতো চাপে পড়ে যায় ভারত। তিলক বর্মার সঙ্গে জুটিতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারতেন আর্শদীপ। তবে ছক্কা হাঁকানোর চেষ্টায় ভুল শটে আউট হয়ে উল্টে দলের উপর চাপ আরও বাড়িয়ে তোলেন তিনি।
আর্শদীপ আউট হওয়া মাত্রই ক্যামেরা তাক করে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। তাঁর হিমশীতল দৃষ্টিতে যে হতাশা ও আশঙ্কার ছাপ ছিল, সেটা বুঝতে অসুবিধা হয়নি কারও। সঙ্গত কারণেই গম্ভীরের এমন প্রতিক্রিয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভারত শেষমেশ ম্যাচ জিতে মাঠ ছাড়ে। যাবতীয় আশঙ্কা ও উৎকণ্ঠা দূর হয় গম্ভীরের।
চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। জোস বাটলার দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন। ৩০ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ১৭ বলে ৩১ রান করেন ব্রাইডন কার্স। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১২ বলে ২২ রান করেন জেমি স্মিথ। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।
ভারতের হয়ে ৩২ রানে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা। উইকেট পাননি কেবল রবি বিষ্ণোই।
আরও পড়ুন:- রোহিত থেকে ঋষভ পন্ত, রঞ্জিতে ফিরে কেমন খেললেন টিম ইন্ডিয়ার ৫ সুপারস্টার?
পালটা ব্যাট করতে নেমে ভারত একসময় ১২৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে। ব্যাট হাতে তিলক বর্মার সঙ্গে ক্রিজে যোগ দেন আর্শদীপ সিং। তিলকের সঙ্গে ২০ রানের পার্টনারশিপ গড়েন তিনি। শেষে ১৬.৬ ওভারে আদিল রশিদের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন আর্শদীপ। তিলক বর্মা একদিক দিয়ে সাবলীলভাবে রান তোলা সত্ত্বেও আর্শদীপের ধোনি হয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। আর্শদীপ ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে মাঠ ছাড়েন।
ভারত শেষমেশ ১৯.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। তিলক বর্মা ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন তিনিই।