শুভব্রত মুখার্জি: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার সরফরাজ খান। মরশুমের পর মরশুম রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এরপরেও জাতীয় দলে ঢুকতে তাঁকে দীর্ঘ সময়ে অপেক্ষা করতে হয়েছিল। বর্তমানে তাঁর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। রাজকোটে অভিষেক টেস্টেই তিনি একেবারে রাঙিয়ে দিয়েছেন। দুই ইনিংসেই করেছেন দুরন্ত দুটি অর্ধশতরান। স্পর্শ করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরের নজিরও। স্বাভাবিকভাবেই তাঁর এই পারফরম্যান্সের পরে আইপিএলে তাঁকে দলে নিতে যে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝাঁপাবে এটাই বাস্তব। আর বাস্তবে ঘটলও তাই। সূত্রের খবর, তাঁকে নিয়ে এবার দড়ি টানাটানি হতে পারে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যে।
প্রসঙ্গত গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মিনি নিলাম। সেই নিলামে অবিক্রিত অবস্থায় থেকে গিয়েছিলেন সরফরাজ খান। তবে রাজকোটে তাঁর ব্লকবাস্টার পারফরম্যান্সের পরে স্বাভাবিকভাবেই তাঁর বাজারদর এখন আকাশচুম্বী। তাঁকে এই ফর্মে নিজেদের দলে নিতে যে ফ্র্যাঞ্চাইজিগুলো উঠে পড়ে লাগবে তা বলাই বাহুল্য। আর বাস্তবে সেটাই ঘটছে। আনন্দবাজার পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী আসন্ন মরশুমে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর নাকি কেকেআর টিম ম্যানেজমেন্টকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন সরফরাজ খানকে দলে নেওয়ার বিষয়ে। আর আরেকটা রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও নাকি সরফরাজ খানকে দলে নিতে আগ্রহী। ফলে সরফরাজের জন্য জমে উঠতে পারে দ্বিমুখী লড়াই এটা বলাই যায়।
কেকেআর তাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে চায়। আর সেই কারণেই সরফরাজকে নেওয়ার দিকে ঝুঁকতে পারে তারা। তবে কেকেআরের সমস্যার অন্যতম সেরা উত্তর সরফরাজকে দলে নেওয়া কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েই যাচ্ছে বিশেষজ্ঞদের মনে। কারণ টি-২০ ফর্ম্যাট খুব গতিময় ফর্ম্যাট। এই ফর্ম্যাটের গতির সঙ্গে সরফরাজ মানিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ সরফরাজ সময় নিয়ে লম্বা ইনিংস খেলতেই ভালোবাসেন। ফলে দ্রুতগতির টি-২০ ফর্ম্যাটে কতটা তিনি খাপ খাওয়াতে পারবেন তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত আইপিএলে সরফরাজ এর আগেও খেলেছেন। তিনি রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। তবে সেই ভাবে উল্লেখযোগ্য কোন পারফরম্যান্স তিনি করতে পারেননি। তবে রাজকোট টেস্ট সমস্ত চিত্রটাই বদলে দিয়েছে। প্রথম ইনিংসে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ইনিংস খেলেন। ১০০'র বেশি স্ট্রাইক রেট রেখে তিনি অর্ধশতরান পূরণও করেন। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার ভুল কলে সাড়া দিতে গিয়ে তিনি রান আউট হন। ৬৬ বলে ৬২ রান করে আউট হয়ে যান তিনি। অনেক বিশেষজ্ঞ মনে করেন ওই সময়ে সরফরাজ দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে তিনি শতরানও হাঁকাতে পারতেন। দ্বিতীয় ইনিংসেও তিনি তাঁর পারফরম্যান্স ধরে রেখে ফের অর্ধশতরান করেন। ভারত এই রাজকোট টেস্টে জিতেছে ৪৩৪ রানে। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এখন দেখা যাক আসন্ন আইপিএলে তিনি কেকেআর না সিএসকে কোনও দলের হয়ে মঞ্চ মাতানোর সুযোগ পান।