শুভব্রত মুখার্জি: মাত্র কয়েক দিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি জিওফ্রে বয়কট। দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তাঁর গলার ক্যানসার ফের ফিরে এসেছিল। ফলে তাঁর গলায় অপারেশন করে সরানো হয় টিউমার। এর পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে বাড়ি ফিরে যাওয়ার পরেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। নিউমোনিয়াতে আক্রান্ত হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, তাঁকে ফের ভর্তি করতে হয়েছে হাসপাতালে।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট খেলা ছাড়ার পরে দীর্ঘ দিন ধারাভাষ্যকার হিসাবে কাজ করেছেন। তার পরেই তাঁর গলাতে ক্যানসার ধরা পড়ে। ফলে ধারাভাষ্যকার হিসাবে তাঁর কাজ করা বন্ধ হয়ে যায়। অপারেশন করে সেই সময়ে তাঁর গলা থেকে ক্যানসার যুক্ত টিউমারটি বাদ দেওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ক্যানসার মুক্ত ঘোষণা করেন। বেশ কয়েক বছর ঠিকঠাক ভাবে কাটে। এর পর সম্প্রতি তাঁর গলাতে ফের একটি টিউমার ধরা পড়ে। প্রথমে এমআরআই, পরে সিটি স্ক্যান এবং পরবর্তীতে পেট স্ক্যান করা হয়। ডাক্তাররা জানান তাঁর ক্যানসার ফের ফিরে এসেছে। তাঁকে ফের একবার অস্ত্রোপচার করতে হবে। সেই মতো অস্ত্রোপচার করে তাঁর গলার টিউমার সরানো হয়। তাঁর কন্যা এম্মা বয়কট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান, তাঁর বাবা ভালো রয়েছেন। যদিও তাঁর সঙ্গে বয়কটের দেখা হয়নি। তবে ডাক্তারদের সঙ্গে কথা বলার পরেই তিনি এই আপডেট পোস্ট করছেন।এই ঘটনার কয়েক দিনের মধ্যেই ফের যেন সব কিছু ওলটপালট হয়ে গেল।
আরও পড়ুন: রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
বয়কটের পরিবারের তরফে এক্সে ফের একটি পোস্ট করা হয় রবিবার। লেখা হয়, নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন জিওফ্রে বয়কট। তাঁর অবস্থার অবনতি হয়েছে। আর সেই কারণেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থা এতটাই খারাপ হয় যে, বয়কট কিছু খেতে পারছিলেন না। এমন কী জলটুকুও খেতে পারছিলেন না তিনি। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। ফিডিং নলের মধ্যে দিয়ে তাঁকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০২ সালে ক্যানসারের কারণে দীর্ঘ দিন কেমোথেরাপি করতে হয়েছিল জিওফ্রে বয়কটকে। ২২ বছর পরে সেই ক্যানসার সম্প্রতি ফিরে আসাতে তিন ঘন্টা ধরে অপারেশন করে তাঁর গলা থেকে বাদ দেওয়া হয়েছিল টিউমারটি। এর পর সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে নিউমোনিয়ার ফলে তাঁর অবস্থার অবনতি ঘটেছে।