ভারতীয় ব্যাটার রিচা ঘোষের ভূয়সী প্রশংসা করেছেন প্রবীণ অলরাউন্ডার এলিসা পেরি। আসলে WPL 2025-এর প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রেকর্ড ২০২ রান তাড়া করে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত আরসিবি ২০২ রান তাড়া করে জিজিকে ছয় উইকেটে হারায়। এই সময় রিচা ঘোষ অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন। রিচা ঘোষের এই ঝোড়ে ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন এলিসা পেরি। তিনি বলেছেন, রিচার এদিনের ইনিংস দেখাটা সত্যিই দারুণ ছিল। এবং রিচার সংযম ও শান্ত স্বভাবের প্রশংসা করেছেন পেরি।
শুক্রবার সন্ধ্যায় বিএসিএ স্টেডিয়ামে, রিচা শূন্য রানে জীবনদান পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে ২৬ বলে অপরাজিত ৬৪ রান করেন। বিশেষ করে, ১৬তম ওভারে অধিনায়ক অ্যাশলে গার্ডনারের বলে ২৩ রান সংগ্রহ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং আরসিবি-কে দুর্দান্ত জয়ে নেতৃত্ব দেন রিচা ঘোষ।
আরও পড়ুন … WPL 2025: ২৭ বলে ৬৪ রান, রিচার ঝোড়ো ইনিংস, সবচেয়ে বেশি রান তাড়া করে জয়! ইতিহাস গড়ল স্মৃতির RCB
রিচাকে নিয়ে কী বললেন এলিসা পেরি?
শনিবার টুর্নামেন্টের এক্স (X) অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিয়োতে এলিসা পেরি বলেন, ‘রিচা অসাধারণ ধৈর্য এবং শান্তভাব নিয়ে ব্যাটিং করেছিলেন। ওর ব্যাটিং দেখা সত্যিই দারুণ একটা বিষয়। মনে হয়, বল ওর দিকে গেলেই ও সেটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেবে, এবং বেশিরভাগ সময় সেটাই হয়েছে। ম্যাচ শেষ করার জন্য ওর দারুণ ইনিংস ছিল।’
কনিকার ইনিংস নিয়ে কী বললেন এলিসা পেরি?
বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার কনিকা আহুজাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র ১৩ বলে অপরাজিত ৩০ রান করেন। তিনি এবং রিচা মিলে মাত্র ৩৭ বলে ৯৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন। এলিসা পেরি বলেন, ‘কনিকার জন্যও এই দিনটা দারুণ ছিল। গত বছর চোটের কারণে খেলতে পারেনি, তাই এভাবে ফিরে এসে দলের জন্য তাৎক্ষণিক প্রভাব ফেলা তার জন্য চমৎকার ব্যাপার।’
আরও পড়ুন … ম্যাগনাস কার্লসেনের গলায় বিশ্বনাথন আনন্দের সমালোচনা! জবাব দিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথি
ডটিনের ক্যাচ মিস নিয়ে কী বললেন এলিসা পেরি?
আরসিবি-র ইনিংসের শুরুতে এলিস নিজেও ৫৭ রান করেন, তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল ডটিনের ক্যাচ ফেলায় তার ভুল। পেরি বলেন, ‘এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলতে চায় না, তবে পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয় যাতে দলের জন্য অবদান রাখা যায়।’
আরও পড়ুন … মেসি নাকি রোনান্ডো! সেরা কে? জবাব দিলেন CR7 ও LM10-এর প্রাক্তন সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া
WPL 2025-এ রান তাড়া নিয়ে কী বললেন এলিসা পেরি?
এলিসা আরও বলেন, এবারের ডব্লিউপিএল ২০২৫-এ দলগুলো বড় রান তাড়া করেই ম্যাচ জিতবে। তিনি বলেন, ‘এটাই শুধু প্রথম বড় রান তাড়া করে জেতার ঘটনা নয়, এমন আরও অনেক ম্যাচ আসবে। আজকের ম্যাচে বিশেষ একটা অনুভূতি ছিল, আর আমি মনে করি, আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ভালো সুবিধা পেয়েছি।’
এই প্রতিযোগিতার অংশ নেওয়া নিয়ে কী বললেন এলিসা পেরি?
এলিসা পেরি আরও বলেন, ‘আমাদের সেটার পুরো সদ্ব্যবহার করতে হত, এবং আমরা সেটা দারুণভাবে করেছি। এই টুর্নামেন্টে প্রতিটি দলই চমৎকার ক্রিকেট খেলবে, আর আমি এই প্রতিযোগিতার অংশ হতে পেরে খুশি।’ আরসিবি তাদের দ্বিতীয় লিগ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি বরোদায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।