বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলতে পারেননি শুভমন গিল। অনুশীলনে বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে যান তিনি। দ্বিতীয় টেস্টে কামব্যাক করার জন্য সম্ভবত তৈরি গিল, এমনটাই দাবি করা হয়েছে এক সংবাদপত্রের প্রতিবেদনে। মানুকা ওভালে নেটে ব্যাট হাতে বেশ কিছুক্ষন দেখা যায় তাঁকে। এখানেই ভারত ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিন নেটে গিল ব্যাট হাতে প্রথমে থ্রোডাউনের মুখোমুখি হন, যেখানে গতি অবিশ্বাস্যভাবে ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছিল। এর ৩০ মিনিট পর তিনি অল্প সময়ের জন্য প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ এবং যশ দয়ালের মুখোমুখি হওয়ার জন্য বোলিং নেটে চলে যান।
গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস খুব একটা ভালো নয় - সপ্তাহান্তে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এমনকী শুক্রবারও হালকা কিন্তু লাগাতার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল, তবে ভারতীয় ক্রিকেটাররা এর মধ্য দিয়ে অনুশীলন চালিয়ে নিয়ে যান। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে রোহিত শর্মাকেও। সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি। যেই কারণে পার্থ টেস্ট খেলতে পারেননি রোহিত। তবে পার্থেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। টেস্ট চলাকালীন তাঁকে নেটে একা একা অনুশীলন করতেও দেখা গিয়েছিল।
মানুকা ওভালে তিনি প্রথমবার গোটা দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন, যোগ দিয়েছিলেন জসওয়াল এবং বিরাট কোহলির সঙ্গে। এদিন দলের কেউ কেউ মূল মাঠে অনুশীলন সারছিলেন। গোল করে দাঁড়িয়ে নিজেদের মতো করে ওয়ার্ম আপ, দৌড়ানো এবং টাচ ফুটবল খেলছিলেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা নেটে বল করেননি। রানা যখন মেইন গ্রাউন্ড থেকে নেটের দিকে হেঁটে যাচ্ছিলেন, বুমরাহ তাঁকে থামান। তিনি জানান, জায়গাটি ভিজে গেছে এবং রানা উত্তরে বলেন, ‘হ্যাঁ হ্যাঁ শুধু দেখতে চেয়েছিলাম সেখানে কী হচ্ছে।’
তবে সব মিলিয়ে এদিন শুভমন গিলের বডি ল্যাঙ্গুয়েজে দেখে যা বোঝা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল আগামী ম্যাচে প্রথম একাদশে থাকবেন তিনি। শুভমন এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও চোটের কবলে পড়েছিলেন। মিস করেছিলেন প্রথম টেস্ট ম্যাচটি। সেই বার ঘাড়ে আঘাত পেয়েছিলেন। তবে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। যদিও ব্যাট হাতে সেরকম রান করতে পারেননি। শুধুমাত্র কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেছিলেন শুভমন।