বাংলা নিউজ > ক্রিকেট > Border Gavaskar Trophy-খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা…

Border Gavaskar Trophy-খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা…

স্টিভ স্মিথ ও বিরাট কোহলি। ছবি- এক্স

বর্ডার গাভাসকর ট্রফিতে খেলবেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ এবং ভারতের বিরাট কোহলি। দুই ক্রিকেটারই বর্তমান ক্রিকেটে টেস্টের ফ্যাব ফোরের তালিকায় রুট, উইলিয়ামসনের সঙ্গে রয়েছেন। তাঁর আরসিবির সতীর্থ ম্যাক্সওয়েল বলছেন টেস্ট সিরিজে স্মিথ আর বিরাটের মধ্যে যে বেশি রান করবে, তার দলেরই জয়ের সম্ভাবনা সব থেকে বেশি।

আর দু মাসের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে বহুকাঙ্খিত ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজের আগেই অজিদের তারকারা ভবিষ্যদ্বাণী করা শুরু করে দিয়েছেন, কারা নজর কাড়তে পারেন সিরিজে। কেউ এগিয়ে রাখছে ভারতকে তো আবার অজিদের প্রাক্তনীরা আশা দেখছেন এবার হয়ত ঘরের মাঠে তাঁদের দল ঘুরে দাঁড়াবে বর্ডার গাভাসকর সিরিজে। এরই মধ্যে অজিদের বিশ্বকাপজয়ী ব্যাটার কিন্তু বলে দিচ্ছেন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ জিতবে সেই দলই যাদের দলের সেরা টেস্ট ব্যাটার রান পাবে।

আরও পড়ুন-'গত ২বার আমাদের দেশে এসে ভারত হারিয়েছে,এবার আমরা…' অজি তারকার বুকে জ্বলছে বদলার আগুন…

বর্ডার গাভাসকর ট্রফিতে খেলবেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ এবং ভারতের বিরাট কোহলি। দুই ক্রিকেটারই বর্তমান ক্রিকেটে টেস্টের ফ্যাব ফোরের তালিকায় থাকা ব্যাটার। সাম্প্রতিক সময় টেস্টে কেন উইলিয়ামসন এবং জো রুট ভালো ছন্দে থাকলেও কিছুটা পিছিয়ে পড়েছেন বিরাট। তাঁর আরসিবির সতীর্থ ম্যাক্সওয়েল বলছেন টেস্ট সিরিজে স্মিথ আর বিরাটের মধ্যে যে বেশি রান করবে, তার দলেরই জয়ের সম্ভাবনা সব থেকে বেশি। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের টেস্ট রেকর্ড দুর্ধর্ষ। অন্যদিকে স্টিভ স্মিথের ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ডও চোখে লাগার মতো।

আরও পড়ুন-যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও, ৯১ বছরে প্রথমবার

গ্লেন ম্যাক্সওয়েল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘আমার মনে হয় দুজন সুপারস্টার ব্যাটার স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি মুখোমুখি লড়াইয়ে নামছে এবার। দুই ক্রিকেটার খেলায় যতটা প্রভাব বিস্তার করতে পারবে, তাঁদের দলও ততটা ভালো খেলবে। আমার মনে হয় দুজন যদি একসঙ্গে সিরিজে রান নাও পায়, একজন ঠিকই পাবে। আমাদের এই প্রজন্মের দুই সেরা টেস্ট ব্যাটারের এই লড়াই যে বেশ উভভোগ্য হবে সেটাও বলতি পারি। ট্রফি কারা জিতবে সেটা নির্ভর করবে এই দুই ক্রিকেটারের পারফরমেন্সের ওপরই’।

আরও পড়ুন-‘টেস্টে আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না’! ৮০০ উইকেট নেওয়া মুরলির ভবিষ্যদ্বাণী…

অস্ট্রেলিয়ার মাটিতে ২৫ টেস্ট ইনিংসে বিরাট কোহলি করেছেন ১৩৫২ রান। গড় ৫৪.০৮। তাঁর সর্বোচ্চ স্কোর ১৬৯। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ টেস্টে বিরাট কোহলি করেছেন ২০৪২ রান। রয়েছে ৮টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। এর মধ্যে ৬টি শতরান এবং ৪টি অর্ধশতরানই কোহলি করেছেন অজিদের ডেরায়। অন্যদিকে স্টিভ স্মিথ বর্ডার গাভাসকর ট্রফিতে ৩৫ ইনিংসে করেছেন ১৮৮৭ রান। ব্যাটিং গড় ৬৫। সর্বোচ্চ করেছেন ১৯২ রান। 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.