বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়াই তো রাজা! Border Gavaskar সিরিজের আগে বললেন ম্যাক্সওয়েল

বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়াই তো রাজা! Border Gavaskar সিরিজের আগে বললেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- পিটিআই

গ্লেন ম্যাক্সওয়েল বলছেন, ‘আমার মনে হয় শেষ কয়েক বছরে ভারত-অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের জায়গা অদলবদল করে নিয়েছে ক্রমতালিকার ক্ষেত্রে। যেই ফরম্যাটই হোক না কেন, এই দুই দলকেই কোনও না কোনও সময় তোমরা এক নম্বরে দেখতে পাবে। তিন ফরম্যাটেই দুই দেশে যেরকম তুল্যমুল্য টক্কর হয়, সেটা গোটা ক্রিকেটবিশ্বেরই নজর কাড়ে’

আর কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরই শুরু বহুকাঙ্খিত ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিরিজ। যতই টি২০ বা ওডিআই ফরম্যাটে দুই দেশ ম্যাচ খেলুক না কেন, সাম্প্রতিক সময় দীর্ঘ ফরম্যাটের এই সিরিজই দুই দলের ক্রিকেটার এবং ফ্যানদের মধ্যে সব থেকে বেশি চর্চায় থেকেছে। গত দুই সফরেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জিতে এসেছিল ভারত, কিন্তু ভারতের মাটিতে এসে সাম্প্রতিক সময় টেস্ট সিরিজ জেতেনি অজিরা। বর্ডার গাভারসকর ট্রফিও আপাতত রয়েছে ভারতেরই দখলে। 

 

রোহিত শর্মা-বিরাট কোহলিরা যেমন চাইবেন ঐতিহ্যশালী এই ট্রফি নিজেদের দখলেই রাখতে তেমনই মার্নাস ল্যাবুসানে, মিচেল মার্শরা চাইবেন ঘরের মাঠে সিরিজ জিতে বেদখল হওয়া ট্রফি রাশ নিজেদেরে হাতে নিতে। এরই মধ্যে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। জানালেন, কেন এই সিরিজের এতটা গুরুত্ব রয়েছে বিশ্বক্রিকেটে। 

 

গ্লেন ম্যাক্সওয়েল বলছেন ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দলই বর্তমান ক্রিকেটে সব ফরম্যাটে ওপরের দিকে থাকে। শীর্ষ পজিশনের জন্য এই দুই দলের মধ্যে লড়াই চলে। কখনও ভারতের জায়গা দখল করে অস্ট্রেলিয়া তো আবার কখনও অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থানে বসে ভারতীয় ক্রিকেট দল। তিনি বোঝাতে চেয়েছেন সাম্প্রতিক সময় অর্থাৎ গত এক বছরে হওয়া আইসিসির সব কটি ট্রফির দখলই রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এর মধ্যে ট্রফি জয়ের নিরিখে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ফাইনালে ওঠার নিরিখে ভারতই এগিয়ে। 

আরও পড়ুন-Intercontinental Cup- ১৭৯-এ থাকা মরিশাসের সঙ্গেও ড্র! ম্যানোলো বললেন,‘এর থেকে খারাপ আর ভারত খেলবে না’…

অস্ট্রেলিয়া দলের মারকুটে ব্যাটার বর্ডার গাভাসকর ট্রফির আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, ‘আমার মনে হয় শেষ কয়েক বছরে এই দুই দলই নিজেদের জায়গা অদলবদল করে নিয়েছে ক্রমতালিকার ক্ষেত্রে। যেই ফরম্যাটই হোক না কেন, এই দুই দলকেই কোনও না কোনও সময় তোমরা এক নম্বরে দেখতে পাবে। তিন ফরম্যাটেই দুই দেশে যেরকম তুল্যমুল্য টক্কর হয়, সেটা গোটা ক্রিকেটবিশ্বেরই নজর কাড়ে। যখনই এই দুই দল নামবে, সেটা ক্রিকেটভক্তদের দেখতেই হবে ’।

আরও পড়ুন-ফাইনালে ওঠা হল না বোপান্নাদের,সেমিতে হার! ১৫ বছর পর US Open-এ খরা কাটছে মার্কিনদের,সেমিতে রিটজ-টিয়াফো…

এমনিতে ম্যাক্সওয়েল আইসিসির ক্রমতালিকার কথা বললেও আইসিসি ট্রফিতে সাফল্যের নিরিখে সাম্প্রতিক সময় সবচেয়ে সফল এই দুই দেশই। ২০২৩ সালে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া দল ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। ২০২৪ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আগেই ছিটকে দেয় ভারত, এরপর রোহিত শর্মারা টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ফলে তিনটি আইসিসি ট্রফিই দখলে রয়েছে ভারত অস্ট্রেলিয়ার। ফাইনালিস্ট ছয় দলের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ছাড়া মাত্র একটি দল সাউথ আফ্রিকা রয়েছে, তাই এই দুই দলের সিরিজ সব সময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাক, মত আরসিবির হয়ে খেলা এই তারকা ক্রিকেটারের।

আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…

২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি। এর মধ্যে দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেড ওভালে, সেটি দিন রাতের টেস্ট ম্যাচ। গাব্বায় হবে তৃতীয় টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্ট চিরাচরিত রীতি মেনেই হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আগামী বছরের জানুয়ারির ৩ তারিখ থেকে সিডনিতে শুরু হবে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.