'গডস প্ল্যান ব্রো, গডস প্ল্যান বেবি'- আইপিএল জয়ের পর শাহরুখ খান এবং রিঙ্কু সিংয়ের উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে 'গডস প্ল্যান' কথাটা একেবারেই রিঙ্কু স্পেশাল। এবার আইপিএলের শুরুর দিকে যখন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রান করেও হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তখন রিঙ্কুর সেই ‘গডস প্ল্যান’-র কথা বলেই ভেঙে পড়া নাইট বাহিনীকে চাঙ্গা করেছিলেন শাহরুখ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে কেকেআর (একটি ম্যাচে হেরে গিয়েছে, আর বৃষ্টির জন্য দুটি ম্যাচে মাঠে নামতেই পারেনি)। সপ্তম জয়টা এসেছে আইপিএল ফাইনালে। আর তারপরই ‘গডস প্ল্যান’ বলে উচ্ছ্বাসে ভেসে যান শাহরুখ এবং রিঙ্কু।
রিঙ্কু এবং শাহরুখের আলিঙ্গন
রবিবার চিপকে কেকেআর আইপিএল জেতার পরই মাঠে নেমে আসেন শাহরুখ। ততক্ষণে একপ্রস্থ উৎসব সেরে ফেলেছেন রিঙ্কু-সহ কেকেআরের খেলোয়াড়রা। তারইমধ্যে শাহরুখকে দেখতে পেয়ে ছুটে আসেন রিঙ্কু। তিনি বলেন, ‘গডস প্ল্যান কমপ্লিটেড (ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়ে গেল)।’ আর তাঁকে দেখে জড়িয়ে ধরেন শাহরুখও। তিনি বলতে থাকেন, ‘গডস প্ল্যান ব্রো, গডস প্ল্যান ব্রো, বেবি, গডস প্ল্যান ব্রো, ইয়ো বেবি।’
KKR-র জন্য 'গডস প্ল্যান'
এবার আইপিএলে মাত্র তিনটি ম্যাচে হেরেছে কেকেআর। একটি হেরেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তারপর ২২৩ রান করেও জোস বাটলারের দুর্দান্ত শতরানের কারণে ইডেন গার্ডেন্সে হেরে গিয়েছিল কেকেআর। সেই ম্যাচের পর স্বভাবতই হতাশ হয়ে পড়েছিলেন কেকেআরের খেলোয়াড়রা। সেইসময় নাইট ড্রেসিংরুমে এসে শাহরুখ বলেছিলেন যে মন খারাপ কর না। রিঙ্কু যেমন বলে থাকেন যে 'গডস প্ল্যান', এটা সেরকমই 'গডস প্ল্যান'।
দাপটের সঙ্গে IPL জয় KKR-র
আর কেকেআর এবার যেভাবে খেলেছে, তাতে ক্রিকেট দেবতা হয়ত সত্যিই ঠিক করে রেখেছিলেন যে আইপিএলের ট্রফিটা উঠবে শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, বেঙ্কটেশ আইয়ারদের হাতে। শুধু যে আইপিএলের ট্রফিটা উঠেছে, তা নয়, একেবারে দাপটের সঙ্গে চেন্নাই থেকে কলকাতায় সেটা নিয়ে এসেছেন তাঁরা। কারণ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে পুরো ২০ ওভারও খেলতে দেননি। ১১৩ রানেই অল-আউট হয়ে যায় সানরাইজার্স। যা আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। যে রানটা ৫৭ বল বাকি থাকতেই তুলে নেয় কেকেআর।
আরও পড়ুন: SRK hugs Suhana: কেকেআর জিততেই ছেলেমেয়েদের জড়িয়ে কান্না শাহরুখের! ‘এবার খুশি তো?’ বাবাকে বলল সুহানা