ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে ভারত আগেই চলতি অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। উল্লেখযোগ্য বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়ার মতো শ্রীলঙ্কাকেও নিতান্ত কম রানে আটকে রাখে ভারত।
লিগের প্রথম ২টি ম্যাচে ভারত রান তাড়া করে জয় তুলে নেয়। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারতীয় দল। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রান সংগ্রহ করে। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন গঙ্গাদি তৃষা।
ওপেন করতে নেমে তৃষা ৪৪ বলে ৪৯ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে বলার মতো রান করতে পেরেছেন কেবল মিথিলা বিনোদ, ভিজে যোশিতা ও ক্যাপ্টেন নিকি প্রসাদ। মিথিলা ১০ বলে ১৬ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ১৪ রান করেন যোশিতা। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। নিকি ১৪ বলে ১১ রান করেন। তিনি ২টি চার মারেন।
উইকেটকিপার জি কমলিনী ৫ রান করেন। ৭ রান করেন ভাবিকা আহিরে। আয়ুশি শুক্লা ৫ রানের যোগদান রাখেন। ১ রান করে আউট হন পারুনিকা সিসোদিয়া। শবনম ২ ও বৈষ্ণবী শর্মা ১ রানে নট-আউট থাকেন। খাতা খুলতে পারেননি সনিকা।
শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন প্রমুদি মেতসারা, লিমানসা তিলকরত্নে ও আসেনি তালাগুনে। ১টি করে উইকেট দখল করেন রশ্মিকা সেওয়ান্দি, চামুদি মুনাসিংহে ও মানুদি নানায়েকারা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৫৮ রানে আটকে যায়। অর্থাৎ, ভারতের অর্ধেক রানও তুলতে পারেনি তারা। ৬০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে ওঠে ভারত। শ্রীলঙ্কা সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে।
শ্রীলঙ্কার হয়ে ১২ বলে ১৫ রান করেন রশ্মিকা। তিনি ২টি চার মারেন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন শবনম শাকিল, ভিজে যোশিতা ও পারুনিকা সিসোদিয়া। ১টি করে উইকেট নেন আয়ুশি শুক্লা ও বৈষ্ণবী শর্মা। উইকেট পাননি মিথিলা বিনোদ। ম্যাচের সেরা হন গঙ্গাদি তৃষা।