শুভব্রত মুখার্জি:- ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। আর সেই বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় ক্রিকেটের সমর্থকদের জন্য এল সুখবর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে টি-২০ ফর্ম্যাটে ব্যাটিং, বোলিং এবং সবমিলিয়ে সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ব্যাটারদের মধ্যে প্রত্যাশামতোই শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। তবে বোলারদের তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছেন একমাত্র অক্ষর প্যাটেল।
আরও পড়ুন… IPL 2024 RR vs PBKS: এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন
অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একসঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের শাকিব আল হাসান। ঘটনাচক্রে অলরাউন্ডারদের মধ্যে লড়াইটা অনেকটাই বেশি। প্রথম পাঁচে যারা রয়েছেন তাদের পয়েন্টের ফারাক মাত্র ২৩। এতটাই কঠিন লড়াই চলছে এখানে। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দুটি ম্যাচ খেলেছেন শাকিব আল হাসান। তিনি এরপর তিন পয়েন্ট হারিয়ে যৌথভাবে রয়েছেন প্রথম স্থানে। এই তালিকায় তিনে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। চতুর্থ স্থানে উঠে এসেছেন জিম্বাবোয়ের সিকন্দর রাজা। অন্যদিকে একধাপ নেমে পঞ্চম স্থানে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার এডেন মার্করাম।
ব্যাটারদের তালিকাতেও বেশ কিছু অদল বদল হয়েছে। আয়ারল্যান্ডের ওপেনার অ্যান্ড্রু বালবির্নি ছয় ধাপ উঠে এসেছেন ৫৩ নম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি তিন ম্যাচে করেছেন ১২৮ রান। সতীর্থ হ্যারি টেক্টর ১২ ধাপ উঠে রয়েছেন ৬৯ নম্বরে। ফখর জামান চার ধাপ উঠে রয়েছেন ৫৭ নম্বরে। ইমাদ ওয়াসিম ২৪ ধাপ উঠে এসেছেন ৫২ নম্বরে। তবে ৮৬১ পয়েন্ট ঝুলিতে নিয়ে প্রথম স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ৮০২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন ফিল সল্ট। যিনি আইপিএলের মঞ্চ মাতিয়েছেন কেকেআরের ওপেনার হিসেবে। বোলারদের তালিকায় তিন ধাপ উঠে ২৩ নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান ৫ ধাপ উঠে রয়েছেন ২৫ নম্বরে। বোলারদের তালিকায় প্রথম পাঁচে থাকা একমাত্র ভারতীয় অক্ষর প্যাটেল। ৬৬০ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তালিকার চার নম্বরে।