বোলারদের জন্য সুখবর, সবকিছু ঠিকঠাক থাকলে বোলারদের জন্য ‘ওয়াইড’ বলের নিয়মে কিছুটা পরিবর্তন করতে পারে আইসিসি। আসলে ‘ওয়াইড’ বলের সিদ্ধান্ত নিয়ে আইসিসি ক্রিকেট কমিটি বোলারদের কিছুটা বেশি সুযোগ দিতে চাইছে।
এর কারণ হল অনেকেই মনে করেন ‘ওয়াইড’ বল নিয়ে বর্তমান নিয়মটা একটু বেশিই কঠিন। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পোলক। বিশেষ করে যখন ব্যাটসম্যানরা শেষ মুহূর্তে সরে যান, তখন এই নিয়মটি আরও কঠিন বলে মনে হয়।
আরও পড়ুন… টিম ইন্ডিয়ার নায়করাই ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দেয়! মঞ্জরেকরের অবাক করা যুক্তি
ওডিআই এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি উভয় ক্ষেত্রেই, ব্যাটসম্যানরা বোলারদের লাইন এবং লেংথকে বিঘ্নিত করতে ক্রিজের বাইরে চলে যান, এবং বল করার সময়ে ক্রিজে চলে আসেন, এর ফলে ওয়াইড বল হয়ে যায়। শন পোলক বলেছেন, ‘আমি এটা নিয়ে কাজ করছি। আমি স্পষ্টতই আইসিসি ক্রিকেট কমিটির অংশ এবং আমরা বোলারদের জন্য ওয়াইডের ক্ষেত্রে কিছুটা বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি, বর্তমান নিয়মটি তাদের জন্য খুব কঠিন।’
আরও পড়ুন… NZ vs SL 3rd ODI: আসালঙ্কার নেতৃত্ব, অসিথার দুরন্ত বোলিং, নিউজিল্যান্ডকে ১৪০ রানে হারাল শ্রীলঙ্কা
শন পোলক আরও বলেন, ‘যদি একজন ব্যাটসম্যান শেষ মুহূর্তে সরে যায়, তাহলে এটি আমার জন্য কাজ করে না। আমি মনে করি, বোলারকে তার রান-আপের শুরুতেই জানতে হবে সে কোথায় বল করতে পারে। বর্তমান নিয়মটি নির্দেশ করে যে যদি ব্যাটসম্যান সরে যায় এবং বলটি দগের বাইরে চলে যায় তখন সেটি ওয়াইডস ডাকা হবে। এই নিয়মে আমি কিছু পরিবর্তন করতে চাই।’
৫১ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, বোলারদের তাদের রান-আপ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং জানতে হবে তাদের কোথায় বল করতে হবে। শন পোলক আরও বলেন, ‘আমি চাই বোলাররা রান-আপ নেওয়ার সময়ে জানুক তাদের কোথায় বল করতে হবে। একজন বোলারকে শেষ মুহূর্তে তার খেলার পরিকল্পনা পরিবর্তন করতে বলা হবে কেন? তার একটি পরিষ্কার ধারণা থাকা উচিত সে কোথায় বল করতে পারে।’
শন পোলক এরপরে বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এটি পরিকল্পনায় রয়েছে। আমাদের বোলারদের জন্য কিছুটা সুযোগ ফিরিয়ে দিতে হবে।’