গুজরাট টাইটান্স দলের স্ট্র্যাটেজি নিয়ে আইপিএলের প্রথম ম্যাচের পরই প্রশ্ন তুলে দিয়েছেন ক্রিকেটপ্রেমী এবং গুগলের সিইও সুন্দর পিচাই। কেন গুজরাট টাইটান্স তাদের প্লেয়িং ইলেভেন থেকে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়েছিল আইপিএল ২০২৫র প্রথম ম্যাচে, এর উত্তর খুঁজে পাচ্ছেন না পিচাই?
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ওয়াশিংটন সুন্দর এবং গ্লেন ফিলিপস উভয় তারকারই জায়গ হয়ে বেঞ্চে। যা দেখে অনেক ক্রিকেট ভক্তএবং বিশেষজ্ঞই বিভ্রান্ত হয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোশাল মিডিয়ায় এক ক্রিকেটভক্ত এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন। যা দেখে সুন্দর পিচাইও জানিয়ে দেন, তিনিও বেশ খানিকটা অবাক গুজরাট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক ক্রিকেট ভক্ত পোস্ট করেন, " ওয়াসিংটন সুন্দর কীভাবে ভারতীয় দলের স্কোয়াডে থাকতে পারেন অথচ ১০টা দল নিয়ে হওয়া আইপিএলের একটি দলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননা। বিষয়টি আমার কাছে একটা রহস্য'। এই পোস্টের জবাব দিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। তিনি পাল্টা লেখেন, "আমিও এটা ভাবছিলাম'। (শেষে একটি স্মাইলি দেন )
গুগলের সিইওর থেকে রিপ্লাই পেয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চেষ্টা করেন সেই ক্রিকেটভক্ত। পুষ্কর নামের সেই ভক্ত লিখে দেন রিপ্লাইতে, ‘ স্যার, আমাকে গুগলে চাকরি দিন'। প্রসঙ্গত, পিচাইয়ের পোস্টের প্রতিক্রিয়ায় হাজার হাজার মজার রিপ্লাই দেওয়া হয়েছে। কেউ কেউ তাকে গুগলে ফোকাস করতে বলেছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, "ওয়াশিংটনে বসে সুন্দর চিন্তা করছেন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। ভোর ৫.১১র সময় আমি এটা আশা করতে পারিনি।