ডারবানের প্রথম টি-২০ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয়নি সূর্যকুমার যাদবকে। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার হোম অ্যাডভান্টেজ খর্ব করে দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এবার সেন্ট জর্জেস পার্কের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজ হারের আশঙ্কা দূর করাই হবে ভারতীয় দলের প্রধান লক্ষ্য।
ডারবানে ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীদের যারপরনাই মনোরঞ্জন করেন সঞ্জু স্যামসন। ভারতীয় সমর্থকদের আপ্লুত করে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের রহস্য স্পিনও। তবে কেবেরহার দ্বিতীয় টি-২০ ম্যাচে ধাক্কা খেতে পারে অনুরাগীদের ধুমধাড়াক্কা ক্রিকেট দেখার প্রত্যাশা। কেননা এক্ষেত্রে বাধ সাধতে পারে প্রকৃতি।
ভারতীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। স্থানীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হবে বিকাল ৪টের সময়। টস অনুিষ্ঠিত হবে ৩০ মিনিটে আগে অর্থাৎ ৩টে ৩০ মিনিটে। অর্থাৎ, কেবেরহায় বিকালে অনুষ্ঠিত হবে ম্যাচের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত হতে সন্ধ্যা গড়িয়ে যাবে।
কেবেরহার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার বিকালে ও সন্ধ্যায় কেবেরহায় হানা দিয়ে পারে বৃষ্টি। সেক্ষেত্রে বাধা পেতে পারে ম্যাচের গতি। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী কেবেরহার সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ২১ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, যা সুইং বোলারদের জন্য পরিবেশ আদর্শ করে তুলতে পারে। সুতরাং, দু'দলের পেসাররা এমন আহবাওয়ার সুবিধা তুলে নিতে পারেন।
বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। সন্ধ্যার দিকেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তাই যদি হয়, তবে ম্যাচ দেরিতে শুরু হতে পারে অথবা ছোট হয়ে দাঁড়াতে পারে ম্যাচের দৈর্ঘ্য। ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইতে পারে বেশিরভাগ সময়ে। কখনও কখনও সেটা ৩৩টি কিলোমিটার প্রতি ঘণ্টাও ছুঁতে পারে। যার অর্থ, সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ দু'দলের ব্যাটারদের জন্য অগ্নিপরীক্ষার রূপ নিতে পারে।
সন্ধ্যার দিকে তাপমাাত্রা কমে দাঁড়াতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। সুতরাং, ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম।
উল্লেখ্য, ডারবানে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে পরাজিত করে ভারত। সেই সুবাদে ৪ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ লিড নেন সূর্যকুমার যাদবরা।