প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে বৃষ্টির কারণে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে চতুর্থ দিন পর্যন্ত গড়াল না একটি বলও। এই বিষয়ে অব্যবস্থার অভিযোগ করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। এবার সেই বিষয়ে নিজের নীরবতা ভাঙলেন স্টেডিয়ামের ম্যানেজার।
আফগানিস্তান প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছিল ভারতকে। টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে। কিন্তু চতুর্থ দিন হয়ে গেলেও একটি বলও খেলা সম্ভব হল না। মূলত বৃষ্টির কারণে এমন পরিস্থিতি। টেস্ট ইতিহাসে মাত্র ৭টি ম্যাচ একটি বলও না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে এমন পরিস্থিতি ঘটে, সেই ম্যাচের অংশও ছিল নিউজিল্যান্ড।
গ্রেটার নয়ডায় গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে, যদিও বেশিরভাগ মাঠ আবরণ দিয়ে ঢাকা ছিল। কিন্তু রাতারাতি মুষলধারে বৃষ্টির ফলে আউটফিল্ডের কয়েকটি জায়গায় জল জমে যায়। এরফলে সামনে চলে আসে স্টেডিয়ামের অপ্রস্তুতির ছবি। টেস্ট শুরুর প্রথম ২ দিনেও গল্পটি অনেকাংশে একই ছিল, যার ফলে দেখা যায় বৈদ্যুতিক পাখা ব্যবহার করে ভেজা অংশগুলি শুকানোর চেষ্টা করছে গ্রাউন্ড স্টাফরা।
এমনকি ভেজা অংশে মাটি খনন করে ফেলে দিয়ে শুকনো মাটি দিয়ে ভরাট করার চেষ্টাও চলছিল। সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।এক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিক PTI-র কাছে পরিস্থিতিটিকে ‘একটি বিশাল বিশৃঙ্খলা’ হিসাবে বর্ণনা করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক ACB-র কর্মকর্তা জানান, ‘বিসিসিআই লখনউ বা দেরাদুনে ম্যাচ আয়োজনের জন্য তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তার পরিবর্তে বেঙ্গালুরু এবং কানপুরের মতো বিকল্প ভেন্যু দেওয়ার প্রস্তাব দেয়’। তবে দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ACB-র আন্তর্জাতিক ক্রিকেট ম্যানেজার মেনহাজউদ্দিন নাজ স্পষ্ট করেছেন যে আফগানিস্তান লজিস্টিকগত সুবিধার কারণে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে বেছে নিয়েছে।
অব্যবস্থাপনার অভিযোগের মধ্যে শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের ম্যানেজার রেডিও চ্যানেল ৯৩.৫ রেড এফএম-এ প্রতিক্রিয়া দিতে গিয়ে সমালোচনার পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘আফগানিস্তান দল ৩০ অগস্টে পৌঁছেছিল এবং ১-২ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে একটি ৩ দিনের ম্যাচ খেলেছিল। যেখানে তারা ৩০০ রান করেছিল। আমরা কোচ জোনাথন ট্রটের চাহিদা অনুযায়ী পিচ তৈরী করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টি বড় সমস্যা সৃষ্টি করছে, এটা আমাদের হাতে নেই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও বৃষ্টির কারণে DPL ২০২৪-এর ম্যাচগুলি বাতিল হয়েছে৷ বৃষ্টির গতি বেশি থাকায় মাঠ ঢেকেও লাভ হয়নি। আর এমন নয় যে আফগানিস্তান এই মাঠ সম্পর্কে সচেতন নয়। ৩ বছর ধরে এটি তাদের হোম ভেন্যু এবং তারা অবশ্যই বৃষ্টির পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে।’