শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে এই নিয়ে তৃতীয় মরশুমে খেলছে গুজরাট টাইটান্স দল। প্রথম দুই মরশুমেই তারা ফাইনালে খেলেছে। প্রথম বার চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বার রানার্স আপ হয় তারা। তৃতীয় অর্থাৎ চলতি মরশুমে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব থাকলেও, তারা প্লে অফের লড়াইতে রয়েছে। শুক্রবার তারা গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস দলের। আর এই ম্যাচেই এক অনন্য নজির তারা গড়ে ফেলল।
আরও পড়ুন: ১৭ বছর পর আইরিশদের কাছে লজ্জার হারের দিনই, হাফসেঞ্চুরি করে কোহলির বড় নজির ছুঁলেন বাবর আজম
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স দল। প্রথমে ব্যাট করতে নেমে তাঁদের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিল স্বপ্নের ছন্দেই ছিলেন। আইপিএলের ইতিহাসে ওপেনিংয়ে এক অনন্য নজির গড়েছেন তাঁরা। আইপিএলে ভারতীয় ওপেনিং জুটি হিসেবে যুগ্ম ভাবে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ার নজির গড়েছে গুজরাট টাইটান্সের দুই তারকা। এদিন সিএসকের বিরুদ্ধে ওপেনিং জুটিতে তাঁরা করেছেন ২১০ রান। ১৭.২ ওভারে ভাঙে এই জুটি। শতরান করেছেন দুই ব্যাটারই। সিএসকে অলরাউন্ডার শিবম দুবের বলে মারতে গিয়ে আউট হন সাই সুদর্শন। ফলে ভেঙে যায় এই নজির গড়া জুটি।
আরও পড়ুন: হঠাৎ প্লে-অফে রাসেলকে পাওয়া নিয়ে আশঙ্কার মেঘ, কোথায় যেতে হতে পারে তারকাকে?
একই সঙ্গে ২০২২ সালে কেএল রাহুল এবং কুইন্টন ডি'ককের নজির স্পর্শ করেছে এই জুটি। কেকেআর-এর বিরুদ্ধে রাহুল এবং ডি'কক ২১০ রানের পার্টনারশিপ গড়েছিল। ডি'কক ২০০-এর স্ট্রাইক রেটে ১৪০ রানে অপরাজিত ছিলেন। রাহুলের ৫১ বলে ৬৮ রান করেছিলেন। তবে তার আগে চার বছর আগে আইপিএলে হওয়া আরও এক নজিরকে ভেঙেছেন শুভমন-সাই জুটি। ভারতীয় জুটি হিসেবে ওপেনিংয়ে আইপিএলে নজির গড়েছিলেন কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। ২০২০ সালে এই নজির গড়েছিলেন তাঁরা। পঞ্জাব কিংসের হয়ে খেলতে নেমে এই নজির গড়েছিলেন তাঁরা। এই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। সেদিন ওপেনিং জুটিতে তাঁরা করেছিলেন ১৮৩ রান। সেই নজির ভেঙে গিয়েছে।
আইপিএলে সব মিলিয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের নজির ২২৯। যা শুক্রবার রাতে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও বাস্তবে তা হয়নি। এদিন সাই সুদর্শন ৫১ বলে ১০৩ রান করে আউট হন। তাঁর ইনিংসে তিনি মারেন ৫ টি চার এবং ৭ টি ছয়। এছাড়াও অধিনায়ক শুভমন গিল ৯ টি চার এবং ছয়টি ছয়ে ৫৫ বলে ১০৪ রান করে আউট হয়েছেন। এই ম্যাচে সিএসকের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলতে সমর্থ হয় গুজরাট।